1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইস চকোলেটে করোনার থাবা

২৯ অক্টোবর ২০২০

অন্যান্য দেশের মতো সুইজারল্যান্ডের ভ্রমণ শিল্প, হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায় করোনা মহামারির প্রভাব পড়েছে৷ যার ফলে গত আট মাসে বিশ্বখ্যাত সুইস চকোলেট বিক্রির হার শতকরা ১৪.৩ ভাগ কমে গেছে৷

https://p.dw.com/p/3kbfK
ছবি: AP

প্রথম চার মাসে দেশের ভেতরে এবং বিদেশে রপ্তানি খাতে চকোলেট বিক্রি ২১ দশমিক ৫ শতাংশ কমার কথা জানিয়েছে, গত মঙ্গলবার সুইজারল্যান্ডের শিল্প সমিতি চকোসুইস ৷ সুইস চকোলেটের শতকরা ৭০ ভাগেরও বেশি বিদেশে রপ্তানি করা হয় ৷ গত গ্রীষ্মে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভ্রমণ ও পর্যটন শিল্পে৷ যার মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের ব্যারি ক্যালেবাউট, লিন্ড এবং স্প্রুয়েঞ্জলি৷ গুরুত্বপূর্ণ চকোলেট বাজারে সুদিনের সম্ভাবনা শিগগির দেখা যাচ্ছে না বলে জানায় সমিতি ৷

তাছাড়া গত আট মাসে বিদেশে উৎপাদিত সুইস চকোলেটের বিক্রিও কম হয়েছে৷ সুইস শিল্প সমিতি সুইজারল্যান্ডে সংরক্ষণবাদী নীতিমালার কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধির সমালোচনা করে৷

এনএস/কেএম (রয়টার্স)