1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুকন্যাকে আরো মানবিক করে তুলেছে এক কুকুর

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৮ ডিসেম্বর ২০১৭

কুকুরের থেকে সহমর্মিতার শিক্ষা নিয়েছেন সুকন্যা দে৷ তাঁর একটি কুকুর আছে, যে বিশেষভাবে অসুস্থ মানুষদের প্রতি সহানুভূতিশীল৷ অটিজম-এর শিকার যে সব বাচ্চা, তাদের সঙ্গে সংযোগ গড়ে তোলার ক্ষমতা আছে সুকন্যার কুকুরের৷

https://p.dw.com/p/2pYKl

কলকাতার একটি বেসরকারি সেবা সংস্থার মাধ্যমে সুকন্যার কাছে খোঁজ আসে এমন অসুস্থ বাচ্চাদের৷ সুকন্যা কুকুর নিয়ে পৌঁছে যান তাদের কাছে৷ ওই বাচ্চাদের সঙ্গে অনায়াসে মেলামেশা করে সুকন্যার কুকুর ‘‌ম্যাগি’‌৷ তাদের জীবনের কিছু মুহূর্ত অনাবিল আনন্দ আর খুশিতে ভরিয়ে তোলে৷ সেখান থেকেই শুরু৷ 

সুকন্যা স্বীকার করেন, ম্যাগিই তাকে আরও মানবিক করে তুলেছে৷ ওর কাছ থেকেই তিনি শিখেছেন নিঃশর্তে ভালোবাসতে৷ সে মানুষ হোক, বা পশুপাখি৷ সুকন্যা দে’র স্বামীও হাত বাড়িয়ে দিয়েছেন এই কাজে৷ আজকাল তাঁর উপার্জনের এক বড় অংশ খরচ হয় এই জন্য৷ কিন্তু এর মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে, তা অন্য কোথাও কোথায়?