1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুখবরের দুনিয়া গড়তে চান আরিফ

২৬ জানুয়ারি ২০১১

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০, আহত ২০ কিংবা হাইতিতে কলেরায় মৃত ১৩৷ অথবা, বাংলাদেশ শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৩৷ প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় এরকম অজস্র সংবাদ৷

https://p.dw.com/p/103FU
মানুষের কাছে ইতিবাচক খবর পৌঁছাতে চায় ডেইলি পজেটিভ ডট অর্গছবি: AP

অধিকাংশ পত্রিকাতেই রাজনৈতিক বিরোধ, খুনখারাবি আর হামলার খবর বিশেষ জায়গা করে নেয়৷ কিন্তু কাঁহাতক আর হজম করা যায় এত নেতিবাচক হানাহানি?

এবার দিচ্ছি কিছু ভিন্ন খবর৷ ১৯৯১ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া৷ তিনি ছিলেন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী৷ কিংবা ১৯৯৬ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা৷ বাংলাদেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী তিনি৷

Flash-Galerie Dr. Arif Jubaer dailypositive.org
ডেইলি পজেটিভ ডট অর্গ এর প্রতিষ্ঠাতা ড. আরিফ জুবায়েরছবি: Dr. Arif Jubaer

শুনলেন, এই খবর দুটিও রাজনৈতিক৷ তবে ইতিবাচক৷ এরকম ইতিবাচক খবর গণমাধ্যমে খুব কমই আসে৷ কি জানি, হয়তো এমন খবর নিত্যদিন পাওয়া যায় না৷ কেননা, বাংলাদেশে নোবেল জয় যেমন একবারই হয়েছে, তেমনি হিমালয় জয়ও একবারই৷

ইতিবাচক খবরের ভাণ্ডার

কিন্তু তারপরও অনেকের মন নিয়মিত ইতিবাচক খবরই শুনতে চায়৷ আহা যদি, ইতিবাচক খবরের কোন ভাণ্ডার থাকতো, তাহলে মাঝে মাঝে সেখানে ডুব দিয়ে মন হালকা করা যেত৷ ঠিক, এমন চিন্তাই আসে চট্টগ্রামের এক তরুণের মাথায়৷ তখন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণে ব্যস্ত৷ এই পড়াশুনার ফাঁকেই শুরু করলেন এক উইকি প্রকল্প৷ নাম, ডেইলি পজিটিভ বা ডি-প্লাস৷ কি এই বস্তু? মেলবোর্ন থেকে ড. আরিফ জুবায়ের-এর জবাব, ডেইলি পজেটিভ হচ্ছে একটি নতুন সংবাদমাধ্যম৷ আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী মিলে এটি শুরু করেছি৷ প্রতিটি দেশেই ইতিবাচক খবর আমরা সংগ্রহ করছি৷

ডি-প্লাস

সহজ কথায়, ডি-প্লাস বিশ্বের বিভিন্ন দেশের ইতিবাচক সংবাদ জমা করে৷ এরপর তারিখ অনুযায়ী তা ইন্টারনেটের পাতায় জমা করা হয়৷ ডি-প্লাস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অল্প কয়েকদিন আগে, ২০১০ সালের ২৫শে নভেম্বর৷ ইতিমধ্যে নাকি ইতিবাচক খবরের এক বিশাল ভাণ্ডার তৈরি করে ফেলেছেন স্বেচ্ছাসেবীরা৷ আরিফ বলেন, আমরা ই-মেইলের মাধ্যমে ইতিবাচক সংবাদ সংগ্রহ করছি৷ কোন ধরণের রোবোটিক এপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে না৷ এভাবে গত দেড়মাসে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি৷

বৃত্তি দিয়ে শুরু

আরিফ জুবায়ের ডি-প্লাস প্রকল্পের শুরুটা করেন বৃত্তির টাকা দিয়ে৷ যে বৃত্তি নিয়ে তিনি মেলবোর্নে পড়তে যান, সেখান থেকেই কিছু টাকা খরচ করেন নিজের স্বপ্নের পেছনে৷ এরপর এই উদ্যোগকে বছরখানেক এগিয়ে নিতে সাহায্য নিচ্ছেন আত্মীয় পরিজনের৷ তিনি জানান, এটাকে আমি বিজ্ঞাপনমুক্ত রাখার চেষ্টা করছি৷ এবং এখানে যোগ করা তথ্যগুলো সকলের জন্য উম্মুক্ত থাকবে৷ যেকেউ তা ব্যবহারও করতে পারবে৷ তবে এই প্রকল্পকে ধরে রাখতে বিনিয়োগ দরকার৷

Screenshot dailypositive.org
পজেটিভ নিউজ এর প্রচ্ছদছবি: dailypositive.org

বাড়ছে পরিধি

বর্তমানে, ডি-প্লাসে মাসে হাজার সতের মানুষ ঢুঁ মারেন৷ ২ হাজার ভুক্তির উপর কাজ চলছে এখন৷ পঞ্চাশ জনের মতো স্বেচ্ছাসেবী কাজ করেছেন এই ইতিবাচক সংবাদপত্রের পেছনে৷

ইতিবাচক সংবাদের এই ভাণ্ডারের ওয়েবঠিকানা ডেইলি পজেটিভ ডট অর্গ৷ এছাড়া ফেসবুক এবং টুইটারেও জনপ্রিয় হচ্ছে এই উদ্যোগ৷ ইতিবাচক খবরের এই মাধ্যমে কাজ করতে পারেন আপনিও৷ এজন্য ঘুরে আসুন সাইটটি থেকে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী