1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুনামির পর ফুকুশিমায় এই প্রথম প্রবেশ করলো কর্মীরা

৫ মে ২০১১

সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করছেন সংস্থাটির কর্মীরা৷ আর এ মুহূর্তে তাঁরা ঐ কেন্দ্রের এক নম্বর ইউনিটের মূল ভবনে কাজ করছেন বলে খবর৷

https://p.dw.com/p/119H5
অভশপ্ত সেই পরমাণু কেন্দ্রছবি: AP

গত ১১ই মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির আঘাতে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা দায়চি পরমাণু কেন্দ্রের অভ্যন্তরে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল বেলা প্রবেশ করেন কর্মীরা৷ প্রায় দু'মাস পর এই প্রথম সেখানে ঢুকলেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা৷ এ সময় তাঁদের পরনে ছিল বিশেষ পোশাক৷ মুখে ছিল গ্যাস প্রতিরোধক মুখোশ৷ পিঠে অক্সিজেনের সিলিন্ডার৷ এই অবস্থাতেই তাঁরা সেখানে প্রবেশ করেন৷

টোকিও ইলেক্টিক পাওয়ার কোম্পানি বা টেপকোর কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত এই কেন্দ্রের এক নম্বর ইউনিটের মূল ভবনে আবদ্ধ তেজস্ক্রিয়তাযুক্ত বায়ু বের করার ছয়টি পথ বানাচ্ছেন তাঁরা৷ কর্মীরা আশা করছেন, চার থেকে পাঁচ দিনের মধ্যেই তাঁরা এই কাজ শেষ করতে পারবেন৷

Japan Fukushima Erbeben Tsunami Sperrzone Flash-Galerie
ফুকুশিমা কেন্দ্রের চারিদিকে মানুষের প্রবেশ নিষিদ্ধছবি: AP

মোট ১২ জন কর্মী ছোট ছোট দলে ভাগ হয়ে এই কাজ করছেন৷ তবে সাবধানতার কারণে টিমের সদস্যরা একটানা ১০ মিনিটের বেশি সেখানে অবস্থান করবেন না বলে শোনা যাচ্ছে৷ এ সম্পর্কে টেপকের মুখপাত্র সাতোশি ওয়াতানাবে জানিয়েছেন, এর ফলে ঐ কর্মীরা তেজস্ত্রিয়তার ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন৷

এই কাজের পর টেপকো সেখানে নতুন একটি কুলিং সিস্টেম তৈরি করার পরিকল্পনা করেছে৷ এটি স্থাপিত হবে রিঅ্যাকটরের বাইরে৷ চলতি মাসের শেষ নাগাদ এই কাজ শেষ করা সম্ভব হবে বলেই তাঁদের ধারণা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ