1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুনামি সতর্কতা সংকেত যন্ত্রের কার্যকারিতা নিয়ে সংশয়

২৯ অক্টোবর ২০১০

ইন্দোনেশিয়ায় ২০০৪ সালের প্রলয়ংকরী সুনামির পর আগাম সতর্কতার জন্য গভীর সমুদ্রে বসানো হয়েছিল দুটি ‘সুনামি বয়া’৷ কিন্তু সম্প্রতি ঘটা প্রাণহানি এবং বিপুল ক্ষয়-ক্ষতির ফলে মনে হচ্ছে, সুনামির পূর্বাভাস দিতে এটি আদৌ কার্যকর নয়৷

https://p.dw.com/p/PrTJ
Warn, system, Indonesia, Tsunami, সুনামি, সতর্কতা, সংকেত, ইন্দোনেশিয়া
সুনামি সতর্কতা সংকেত যন্ত্রের কার্যকারিতা নিয়ে সংশয়ছবি: AP

ধারণা করা হয়েছিল, সাইবেরুট দ্বীপের কাছে গভীর সমুদ্রে বসানো এই দু'টি বিশেষ ‘বয়া' ভবিষ্যতে সুনামির পূর্বাভাস পেতে সহায়তা করবে৷ কিন্তু এবারের সুনামিতে বিপুল প্রাণহানি এবং ক্ষতির কারণে বিজ্ঞানীদের সে ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে৷ তাঁরা জানিয়েছেন, এই বয়া সুনামি সম্পর্কে আগাম কোন সতর্ক সংকেত জানাতে ব্যর্থ হয়েছে৷

গত সোমবার ৭.৭ মাত্রার ভূমিকম্পটির কারণে সৃষ্ট সুনামির প্রবল ঝঞ্ঝা আর জলোচ্ছ্বাসে ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপটি তছনছ হয়ে গেছে৷ তিনশো এগারো ব্যক্তি এই সুনামিতে প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন আরো তিনশো জন৷ ইন্দোনেশিয়ান ইন্সটিট্যুট অফ সাইন্স এর ভূকম্প গবেষণা বিভাগের প্রধান ড্যানি হিলম্যান জানিয়েছেন, ২০০৪ সালের সুনামির পর গভীর সমুদ্রে স্থাপিত এই দুইটি বয়া খুব দ্রুতই এর কার্যকারিতা হারিয়ে ফেলেছিল৷

উল্লেখ্য, এই বয়াগুলো ইন্দোনেশিয়াকে জার্মান সরকার অনুদান হিসেবে দিয়েছিল৷ বয়াগুলোর বিশেষত্ব হচ্ছে- ঘূর্ণিঝড়, জলোচ্ছাস বা সুনামির কারণে জলের উচ্চতার ক্ষেত্রে আকস্মিক কোন পরিবর্তন ঘটলে এটি বিশেষ ধরণের সতর্ক সংকেত পাঠাতে সক্ষম৷ কিন্তু ড্যানি হিলম্যান বলেছেন, এই বয়া সুনামির কারণে জলের উচ্চতার পরিবর্তনটি টের পাওয়ার আগেই জলোচ্ছ্বাস উপকূল প্লাবিত করেছিল৷

তিনি আরো জানিয়েছেন, সুনামির কোন ধরণের পূর্ব প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি, আর সুনামির সতর্কতা সংকেত পাওয়ার আগাম কোন ব্যবস্থাও কার্যকর ছিল না৷ তিনি বলেন, এই জলোচ্ছ্বাস এতো দ্রুত উপকূলে আঘাত হেনেছিল যে, এমনকি যদি বয়াগুলো কাজও করতো, সেক্ষেত্রেও সামগ্রিকভাবে এই বিপুল প্রাণহানির বিষয়টি প্রতিরোধ প্রায় অসম্ভবই ছিল৷ কারণ সুনামিটি আঘাত হেনেছিল রাতে আর কম্পনের বিষয়টিও অতোটা শক্তিশালী ছিল না৷ আর এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা সংকেত প্রচার করলেও এক ঘণ্টা পরেই এই সতর্ক সংকেতটি তুলে নেওয়া হয়েছিল৷

ড্যানি হিলম্যান জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন সতর্কতা সংকেত জানানোর ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই সাইপোরা আর পাগাই দ্বীপে জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল৷

ইন্দোনেশিয়ার জাকার্তাস্থ আগাম সুনামি সংকেত ব্যবস্থার প্রধান ফাওজি জানিয়েছেন, সতর্ক সংকেত জারি এবং তা তুলে নেওয়ার ফাঁকে কখন যে সুনামি আঘাত হেনেছে আমরা টেরই পাই নি৷ উল্লেখ্য, সুনামি সতর্কতা জানানোর জন্য যে ব্যবস্থাটি রয়েছে তাতে সিজমোমিটার, জিপিএস যন্ত্র, সমুদ্র তলের চাপ পরিমাপক যন্ত্র সহ জলোচ্ছ্বাস মাপার গজ, বয়া এবং স্যাটেলাইট ব্যবস্থার সহায়তা নেওয়া হয়ে থাকে৷

ফাওজি আরো জানিয়েছেন, সুনামি সংক্রান্ত পূর্ব প্রস্তুতির বিষয়টিই ইন্দোনেশিয়ার কারো ভেতরে নেই৷ উল্লেখ্য, প্রায় সতেরো হাজার দ্বীপরাষ্ট্রে প্রায়শই অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা ঘটে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সঞ্জীব বর্মন