1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীদের ছবি দিলে আরো বিপদ!

জাহিদুল হক১২ জুন ২০১৩

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলবোর্ডগুলোতে সুন্দরী নারীদের ছবি থাকার কারণেও মারাত্মক দুর্ঘটনা ঘটে৷ মঙ্গলবার ঢাকায় গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী এই মন্তব্য করেন৷

https://p.dw.com/p/18oDp
ছবি: DW

মন্ত্রীর এই বক্তব্য ফেসবুক ব্যবহারকারী ও ব্লগারদের মধ্যে আলোচনার ঢেউ তোলে৷ অনেকে ফেসবুকে এ সংক্রান্ত সংবাদটি শেয়ার করেছেন৷

সৈয়দ আব্বাস তার ফেসবুকে ২০১১ সালের ৭ এপ্রিল তোলা একটি ছবি শেয়ার করেছেন৷ তাতে দেখা যাচ্ছে, বিলবোর্ডের সামনে দুর্ঘটনায় পড়া একটি বাস৷ বিলবোর্ডে দুজন মডেলের ছবি রয়েছে, তাঁদের একজন নারী৷ বান্দরবান যাওয়ার সময় ছবিটি তুলেছিলেন জানিয়ে আব্বাস ফেসবুকে লিখেছেন, ‘‘এতদিন পর দুর্ঘটনার কারণটা বুঝতে পারলাম!''

Bangladesh Bus Unfall
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

ব্লগার আরিফ জেবতিক তাঁর স্ট্যাটাসে লিখেছেন, বিলবোর্ডে সুন্দরী নারীর বদলে মন্ত্রীদের ছবি দেয়া হলে আরো বেশি দুর্ঘটনা ঘটবে৷ কারণ, ‘‘অধিকাংশ মন্ত্রীর উপরই পাবলিক মহা বিলা৷ বিলবোর্ডে নারীর ছবি থাকলে শুধু নজর যায়, আর মন্ত্রীর ছবি থাকলে দেখা যাবে কোনো চালক গোটা গাড়িটা নিয়ে বিলবোর্ডের খাম্বায় ধাক্কা দিয়ে বসেছে!''

জেবতিকের এই স্ট্যাটাসটি লাইক করেছেন ২,২৬৭ জন আর শেয়ার করেছেন ১০৩ জন৷

তবে সবাই যে যোগাযোগমন্ত্রীর মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নয়৷ যেমন সামহয়্যার ইন ব্লগে ‘সচেতন প্রহরী' মন্ত্রীর বক্তব্যে শতভাগ সমর্থন দিয়েছেন৷ ‘‘উনি ভুল কিছু বলেননি৷ যা সত্য তা-ই বলেছেন৷ গাড়ি চালকরাওতো মানুষ৷ উনাদেরতো মানবীয় কিছু বৈশিষ্ট্য আছে, উনারা তো আর রোবট নন যে, কোনো কিছুতে উত্তেজিত হবেন না৷ তাই রাস্তাঘাটে সুন্দরী মেয়েদের বিলবোর্ড চোখের সামনে পড়ে গেলে অতি স্বাভাবিকভাবেই একজন গাড়ি চালকের দৃষ্টি সেদিকে চলে যাওয়ার কথা৷ আর একটা দুর্ঘটনা কিন্তু সেকেন্ডেরও কম সময়ে ঘটে যেতে পারে৷''

তাই এখনই এসব চটকদার বিজ্ঞাপন অপসারণ করা উচিত বলে মনে করেন ‘সচেতন প্রহরী'৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য