1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপারম্যানের চরিত্রে এবার দেখা যাবে হেনরি ক্যাভিলকে

১ ফেব্রুয়ারি ২০১১

ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিলই শেষ পর্যন্ত পরতে যাচ্ছেন সুপারম্যানের পোশাক৷ ‘ম্যান অফ স্টিল’এর নতুন ছবিতে তাঁকে দেখা যাবে সুপারম্যানের চরিত্রে৷

https://p.dw.com/p/108MP
এবার সুপারম্যান হবেন হেনরি ক্যাভিলছবি: AP

সুপারম্যান মানেই একই শরীরে দু'টি ভিন্নধর্মী মানুষ৷ একদিকে শান্ত প্রকৃতির সাংবাদিক ক্লার্ক কেন্ট৷ অন্যদিকে অলৌকিক ক্ষমতার উড়ন্ত অতিমানব৷ ফলে ২৭ বছর বয়সি ক্যাভিল'কে দ্বৈত চরিত্রে অভিনয় করতে হবে৷ ছবিটি মুক্তি পাবে ২০১২ সালের ডিসেম্বর মাসে৷ তবে আনুষ্ঠানিকভাবে এর নাম কী হবে, তা এখনও ঘোষণা করা হয়নি৷

এই ছবিটি পরিচালনা করবেন জ্যাক স্নাইডার৷ আর সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড এস গয়ার৷ ‘দ্য টিউডর্স' ছবিতে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি'র শ্যালক চার্লস ব্র্যান্ডনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে বেশ নাম কুড়িয়েছেন ক্যাভিল৷ জোসেফ নিকোল যখন ‘সুপারম্যান রিটার্নস' পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন সুপারম্যান চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন ক্যাভিল৷ কিন্তু ২০০৪ সালে প্রকল্প থেকে জোসেফ যখন বিদায় নিলেন এবং ব্রায়ান সিঙ্গার সেই দায়িত্ব পেলেন, তখন পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান ব্র্যান্ডন রুথ৷

২০০৬ সালে সিঙ্গারের ঐ ছবিটি মুক্তি পায়৷ কিন্তু যেমনটি ভাবা হয়েছিলো ততটা ব্যবসায়িক সাফল্য পায়নি ‘সুপার ম্যান রিটার্নস'৷ ছবিটি ব্যবসা করে মাত্র ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার৷ এদিকে ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছিলো ২১৫ মিলিয়ন মার্কিন ডলার৷ ঐ ছবি প্রসঙ্গে পরে প্রযোজক প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রাদার্স'এর একজন কর্মকর্তা বলেন, ‘‘আসলে আমরা যেমনটা ভেবেছিলাম, ছবিটি তেমনভাবে সাফল্য পায়নি৷ ''

ক্যাভিলের জন্ম চ্যানেল আইল্যান্ডে৷ ব্রিটিশ হওয়া সত্ত্বেও অ্যামেরিকার সুপারহিরোর চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার ঘটনা বিরল৷ গত বছর অবশ্য স্পাইডারম্যান ছবিতে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু গারফিল্ড, যিনি লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া সত্ত্বেও ইংল্যান্ডেই বড় হয়েছিলেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন