1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে এরশাদের মন্তব্য

১৬ মে ২০১১

সাবেক সেনা শাসক এইচ এম এরশাদ বলেছেন, অতীতের কাজের জন্য তার বিচার করতে আইন প্রণয়নের ক্ষমতা এই সংসদের নেই৷ তিনি জানান, সংসদ অতীতের কোন ঘটনার বিচারে আইন প্রণয়ন করতে পারে না৷

https://p.dw.com/p/11GY6
ershad.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ছবি: Harun Ur Rashid Swapan

এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে দেয়া সুপ্রিম কোর্টের রায়কে এরশাদ নিজেই স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেছেন, সামরিক শাসনামলে তার ভাল কাজকে অনুমোদন দিয়েছেন আদালত৷ আর তিনি নির্বাচিত হওয়ার পর তার শাসনামলকে আদালত অবৈধ বলেননি৷ যা তার জন্য বড় পাওয়া৷

এরশাদের বিচার হবে কিনা তার ভার আদালত সংসদের হাতে ছেড়ে দিয়েছেন৷ জবাবে এরশাদ বলেন, সংসদ শুধু ভবিষ্যতের জন্য আইন করতে পারে৷ অতীতের ঘটনার বিচারে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের নাই৷

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন ভবিষ্যতে আর কোন নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া ঠিক না৷

তার মতে এতে যদি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেয় তাহলেও নির্বাচন করতে হবে৷ কারণ কোন একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন বন্ধ হতে পারে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী