সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের হত্যাকাণ্ড কষ্টকর | পাঠক ভাবনা | DW | 10.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের হত্যাকাণ্ড কষ্টকর

বাঙালি লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর শ্বশুরবাড়িতে আফগান জঙ্গিরা গুলি করে হত্যা করে৷ হত্যাকাণ্ডের জন্য তালিবানকে সন্দেহ করা হলেও তারা তা অস্বীকার করে৷ খবরটি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো মানুষের মনে কষ্ট দিয়েছে৷

বাঙালি লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর শ্বশুরবাড়িতে আফগান জঙ্গিরা গুলি করে হত্যা করে৷ এই হত্যাকাণ্ডের জন্য তালিবানকে সন্দেহ করা হলেও তারা তা অস্বীকার করে৷ এই খবরটি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো মানুষের মনে কষ্ট দিয়েছে৷

একজন মানুষ যত অন্যায়ই করুক না কেন, তাকে মেরে ফেলতে হবে এমনটি ভাবা ঠিক নয়৷ তাঁর শ্বশুরবাড়ি থেকে আর প্রাণ নিয়ে আগেও তাকে হত্যার চেষ্টা করেছিল৷ যারাই সুস্মিতাকে হত্যা করুক, তারা কাজটা ঠিক করেনি৷ একজন লোকের লেখার উপর কোন আক্রোশ থেকে যদি তাকে খুন করার মতো জঘন্য কাজ করতে পারে, তাহলে আর মানবতা কোথায় রইলো? পাকিস্তানের মালালা ইউসুফজাইকে মারতে না পারলেও বাঙালি সুস্মিতাকে নারীমুক্তির লড়াইয়ে জীবন দিতে হলো৷ আর যেন এ রকম না হয়৷ ঢাকা থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন সোহেল রানা হৃদয়৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন