1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুয়ারেজের গোলে বিশ্বকাপের বাইরে মিশর, সৌদি

২০ জুন ২০১৮

সুয়ারেজের একমাত্র গোলে শেষ ষোল নিশ্চিত করলো উরুগুয়ে৷ ফলে গ্রুপ পর্বের একটি করে ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো গ্রুপ এ-র দল মিশর এবং সৌদি আরবের৷

https://p.dw.com/p/2zx6o
Russland WM 2018 l Uruguay vs Saudi-Arabien 1:0 - Luis Suarez
ছবি: Reuters/M. Rossi

উরুগুয়ে-সৌদি আরব

এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে-সৌদি আরব, দুটোই প্রীতি ম্যাচে৷ কোনবারই সৌদি আরবকে হারাতে পারেনি উরুগুয়ে৷ এক ম্যাচ ড্র, অন্যটিতে জয় তুলে নেয় সৌদি আরব৷

কিন্তু বিশ্বকাপে দুদলের প্রথম দেখায় হার মানতে হলো সৌদি আরবকে৷ ২৩ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে ছোট্ট ভলিতে জালে বল জড়ান লুইজ সুয়ারেজ৷ আর এতেই নির্ধারণ হয় গ্রুপের ভাগ্য

স্পেন-ইরান

এদিকে গ্রুপ বি-তে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হলো ইরান এবং স্পেন৷

পর্তুগালের সাথে দুর্দান্ত খেলে ৩-৩ গোলে ড্র করলেও প্রথমার্ধে স্পেনকে রুখে দেয় এশিয়ার দেশটি৷

ইরানের রক্ষণভাগ দক্ষতার সঙ্গে রুখে দেয় সব সংগঠিত আক্রমণ৷ ফলে ম্যাচের প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল স্পেনের দখলে থাকলেও গোল হয়নি একটিও৷ পুরোটা সময় গোলপোস্টে কেবল একটি শট নিতে পেরেছেন স্পেনের খেলোয়াড়েরা৷

কিন্তু দ্বিতীয়ার্ধে আর আটকে রাখা যায়নি ডিয়েগো কস্তাকে৷ ৫৪ মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত পাস দখলে নিয়ে নিমেষেই জালে বল জড়ান কস্তা৷

Russland WM 2018 l Spanien vs Iran
ছবি: picture-alliance/E.Hoshiko

পরিসংখ্যান বলছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত গোলমুখে কেবল তিনটি শটই নিয়েছেন কস্তা, যার তিনটিই পরিণতি পেয়েছে প্রতিপক্ষের জালে৷

এই এক গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের মধ্যে৷ এরপর রক্ষণভাগকে আরো জমাট করে স্পেনের গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা আটকে দিলেও, সমতা আর ফেরাতে পারেনি ইরান৷

তবে মরোক্কোকে হারানোয় ৩ পয়েন্ট আছে ইরানের ঝুলিতে৷ ফলে গ্রুপ বি-তে স্পেন এবং পর্তুগাল সমান ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করলেও কোন দুই দল শেষ ষোলতে যাচ্ছে, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে পর্তুগাল-ইরান এবং স্পেন-মরক্কো ম্যাচের দিকেই৷

পর্তুগাল-মরক্কো

বিশ্বকাপে এর আগে একবারই মোলাকাত হয়েছিল দুই দলের৷ ৩-১ গোলে পর্তুগালকে উড়িয়ে দিয়েছিল মরক্কো৷ সেটিই ছিল বিশ্বকাপে দেশটির প্রথম জয়৷ কিন্তু এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারল না মরক্কো৷

বল দখলে এগিয়ে মরক্কোই৷ গোলে শট নেয়ার ক্ষেত্রেও সমান সমান৷ কিন্তু তারপরও ফল গেল পর্তুগালের পক্ষেই৷ একমাত্র গোলে ব্যবধান গড়ে দিলেন রোনাল্ডো

খেলা শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে মরক্কো৷ মাত্র ৪ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক ডাইভ দিয়ে মাথা ছোঁয়ান রোনাল্ডো৷ এই গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য৷

Russland WM 2018 | Portugal vs Marokko - Tor - 1:0
ছবি: Reuters/C. Recine

তবে গোল শোধ করার জন্য পুরোটা সময় মরিয়া চেষ্টা চালায় মরক্কো৷ সুযোগও আসে বেশ কয়েকবার৷ কিন্তু ভালো স্কোরারের অভাবে ফিনিশিং দিতে পারলো না মরক্কো৷ টানা দুই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া নিশ্চিত হলো আফ্রিকার এই দেশটির৷

এখন পর্যন্ত বিশ্বকাপে পর্তুগালের করা ৪ গোলের সবগুলোই রোনাল্ডোর৷ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ১৩৷ ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফঁতে এ রেকর্ড গড়েছিলেন৷ রোনাল্ডোর মতো তিনিও প্রথম ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক৷ রোনাল্ডো কি পারবেন ৬০ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙতে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য