1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সু চি-র সঙ্গে কথা বললেন ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক

১০ ডিসেম্বর ২০১০

১৫ বছরের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর, আবারো নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন মিয়ামনারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি৷ নিজ দেশের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন তিনি৷

https://p.dw.com/p/QUxx
Aung San Suu Kyi
মিয়ামনারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিছবি: AP

আজ, অর্থাৎ শুক্রবার, সু চি'র সঙ্গে দেখা করেছেন এক ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক৷ জানা গেছে, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-সহকারী সচিব জোসেফ ইয়ুন প্রায় দুই ঘন্টা কথা বলেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী এই নেত্রীর সঙ্গে৷ খুব স্বাভাবিকভাবেই, আলোচনার মূলে ছিল মিয়ানমারের ওপর বহাল মার্কিন নিষেধাজ্ঞা৷ এছাড়া, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার বিষয়গুলিও স্থান পায় আলোচনায়৷

Obama
মিয়ানমারকে ‘দেউলিয়া রাষ্ট্র' বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ওবামাছবি: AP

সম্প্রতি মিয়ানমারকে একটি ‘দেউলিয়া রাষ্ট্র' বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর অভিযোগ, নভেম্বরের নির্বাচন ছিল সামরিক জান্তার সাজানো নির্বাচন৷ সু চি অবশ্য মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে এখনও ইতিবাচক মনোভাব পোষণ করেন৷ তিনি দৃঢ় কণ্ঠে জানান, তাঁর দেশে একদিন গণতন্ত্র আসবেই৷ তবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে কতদিন সময় লাগবে, তা জানেন না তিনি৷

উল্লেখ্য,গতমাসে মুক্তি পাওয়ার পর এই প্রথম কোনো ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সু চি'র সঙ্গে দেখা করলেন৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক