1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সেক্স ডল’ ভাড়া করা

২২ সেপ্টেম্বর ২০১৭

চীনে অনেক কিছুই শেয়ার করা যায়৷ যেমন মোটর বাইক, ছাতা এবং বাস্কেটবল৷ এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে – সেক্স ডল৷ চীনের যৌন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘টাচ’ সম্প্রতি ‘শেয়ারড গার্লফ্রেন্ডস’ নামে একটি সেবা চালু করেছে৷

https://p.dw.com/p/2kVT5
ছবি: Getty Images/B.Mehri

এই সেবার আওতায় সেক্স ডলদের চীনা, রুশ, কোরীয় এবং হংকংয়ীয় সংস্করণ ভাড়া দেয়া হয়৷ প্রতিষ্ঠানদের তালিকায় ‘ওয়ান্ডার ওমেন’ সংস্করণও রয়েছে৷

চীনে শেয়ারে ব্যবহার উপযোগী আরো অনেকে কিছুর মতোই এই সিলিকনের মোহিনী পুতুলদেরও একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এক সপ্তাহ অবধি ভাড়া করা যায়৷

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোসিয়ামেনভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সব পুতুল ভাড়া নেয়া খদ্দেররা চাইলে আগে থেকেই সেটির পোশাক এবং চুলের ধরন নির্ধারণ করে দিতে পারেন৷ পাশাপাশি রয়েছে এটি ব্যবহারের সময় কী ধরনের শব্দ হবে তা নির্ধারণেও সুযোগ৷ আর এগুলো পরিষ্কারেরও বিশেষ ব্যবস্থা রয়েছে৷ 

প্রতি রাত ৪৫ মার্কিন ডলার হিসেবে এসব পুতুল ভাড়া নেয়া যায়৷ তবে শুরুতে ১,২০০ মার্কিন ডলারের মতো জামানত দিতে হবে, যা পুতুলটি ফেরত দেয়ার পর ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে টাচ৷ প্রতিষ্ঠানটির দাবি, এ সব পুতুল নাকি প্রকৃত মানুষের মতোই আচরণ করে৷ চীনের লাখ লাখ অবিবাহিত পুরুষ এবং বিচ্ছেদের শিকার বা পরিবার থেকে দূরে থাকা পুরুষদের টার্গেট করে এসব পুতুল ভাড়া দেয়া হচ্ছে৷ 

আপাতত, বেইজিংয়ে পরীক্ষামূলকভাবে এই পুতুল ভাড়া দেয়া হলেও ভবিষ্যতে গোটা চীনেই এই সেবা দিতে চায় টাচ৷ আর চীনের ‘শেয়ারিং’ অর্থনীতিতে এই পণ্য ভালোই বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে৷

এআই/ডিজি (এএফপি, এপি)