1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাদের অ্যাপ নিয়ে উদ্বেগ

২৯ জানুয়ারি ২০১৮

ফিটনেস অ্যাপ ব্যবহারের ফলে মার্কিন সেনাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে পেন্টাগন৷ এ ধরনের অ্যাপ ব্যবহার করা সেনাদের গতিবিধি সহজে শনাক্ত সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/2rgyE
Afghanistan US Army Jogger Laufen Sport
ছবি: Getty Images/S. Platt

বিশ্বের বিভিন্ন দেশে জগার এবং সাইক্লিস্টরা কী ধরনের ‘রুট' ব্যবহার করে, তা সম্প্রতি অনলাইনে প্রকাশ করে সানফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্ট্রাভা ল্যাবস'৷ প্রতিষ্ঠানটি একটি ‘গ্লোবাল হিট ম্যাপ' তৈরি করেছে যেখানে ফিটনেস অ্যাপ ব্যবহার করে শরীর চর্চায় অংশ নেয়াদের বিভিন্ন রুট দেখা যায়৷ আপাত দৃষ্টিতে এই ম্যাপে উদ্বেগের কিছু নেই মনে হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা৷

সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের মতো সংঘাতপ্রবণ দেশগুলোতে মার্কিন এবং বিভিন্ন দেশের সেনাঘাঁটিতে অবস্থানরত সেনারা জগিং, সাইক্লিং এমনকি টহল দেয়ার সময় কোন ধরনের রুট ব্যবহার করেন, তাও জানা যাচ্ছে এই ম্যাপের মাধ্যমে৷ ম্যাপটির সঙ্গে সম্পৃক্ত অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অন্তত ২৭ মিলিয়ন যার মধ্যে অনেক সেনা সদস্যও রয়েছেন৷ এ সব ব্যবহারকারীদের কাছ থেকে দু'বছর ধরে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি ম্যাপটি অনলাইনে সহজলভ্য৷

আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি এবং এএফপি স্ট্রাভা অ্যাপ পর্যালোচনা করে দেখেছে যে, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে সেনাদের চলাচলের বিভিন্ন পথ এটিতে স্পষ্ট দেখা যাচ্ছে৷ আর সেগুলো সংশ্লিষ্ট এলাকায় আলাদা করে চোখে পড়ে কেননা সেখানকার সাধারণ মানুষ এ ধরনের অ্যাপ তেমন একটা ব্যবহার করে না৷ ফলে ম্যাপটি দেখে সেনাদের অবস্থান সম্পর্কে যেকারো পক্ষেই পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব৷

পেন্টাগনের মুখপাত্র মেজর অদ্রিশিয়া হারিস এই বিষয়ে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন যে, মার্কিন সামরিকবাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং সেনাসদস্যদের এই ডিভাইসের বিষয়ে সতর্ক করতে কোনো প্রশিক্ষণ বা নীতিমালা দরকার আছে কিনা তা যাচাই করছে৷

প্রসঙ্গত, স্ট্রাভার ম্যাপটি লাইভ নয়৷ অর্থাৎ একজন জগারের তাৎক্ষণিক অবস্থান এতে দেখা যায় না৷ ফলে এতে নির্দিষ্ট কোনো একজন ব্যবহারকারীর তথ্য জানা সম্ভব নয়৷ তবে সামগ্রিকভাবে অ্যাপটির ব্যবহারকারীদের অবস্থান জানা যায়৷

সাম্প্রতিক বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে স্ট্রাভা ল্যাবস-এর তরফ থেকে জানানো হয়েছে যে, একজন ব্যবহারকারী চাইলেই তাঁর গতিবিধির তথ্য যাতে কোথাও জমা বা প্রকাশ করা না হয়, তা অ্যাপের সেটিংসে গিয়ে ঠিক করে দিতে পারেন৷ সেক্ষেত্রে ম্যাপে সে তথ্য আর যোগ করা হবে না৷

এআই/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য