1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাবাহিনীর সমালোচনা করে বিপদে প্রতিরক্ষামন্ত্রী

৩ মে ২০১৭

সিরীয় শরণার্থী সেজে এক জার্মান সেনা কর্মকর্তার সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার কথা সামনে আসার পর জার্মান প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন৷ তাঁর এই বক্তব্যের সমালোচনা করেছে সামরিক বাহিনী৷

https://p.dw.com/p/2cGeo
Verteidigungsministerin Ursula von der Leyen
ছবি: picture-alliance/dpa/M. Schutt

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে লেফটেন্যান্ট ফ্রাংকো এ. -কে গত বুধবার গ্রেপ্তার করা হয়৷ এরপর রবিবার এক জার্মান টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ফন ডেয়ার লাইয়েন চরম বিরক্তি প্রকাশ করেছেন৷ তিনি সেনাবাহিনীর মধ্যে কাঠামোগত ত্রুটির কথা খোলাখুলি স্বীকার করেন৷ তাছাড়া ফ্রাংকোর মতো উচ্চপদস্থ অফিসারের উগ্র দক্ষিণপন্থি ভাবধারা সম্পর্কে জানা সত্ত্বেও বাহিনীর সতীর্থ ও কর্মকর্তারা হাত গুটিয়ে বসে থেকে যে ‘ভুল' সংহতির পরিচয় দিয়েছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী৷ সেনাবাহিনীর বিভিন্ন স্তরে নেতৃত্বের দুর্বলতার কড়া সমালোচনাও করেন তিনি৷

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর জার্মানির সামরিক বাহিনীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, ‘‘ফন ডেয়ার লাইয়েন যদি মনে করেন, নেতৃত্বের সমস্য আছে, তাহলে এক জনকে স্বাভাবিকভাবেই বলতে হয়: নেতৃত্বের প্রবাহ শীর্ষ থেকে নীচের দিকে যায়৷’’

আজ (বুধবার) জার্মানির বহুল প্রচারিত দৈনিক ‘বিল্ড’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘জার্মান সেনাবাহিনীতে যা ঘটে তার পুরো দায়দায়িত্ব আমার৷ এসব দায়িত্বের মধ্যে আছে আফগানিস্তান থেকে ইরাক, মালিসহ অন্যান্য দেশে সেনা পাঠানো, অস্ত্র কেনাকাটা ব্যবস্থায় সংস্কার, অর্থ সংকট, সামরিক বাহিনীর বিভিন্ন ব়্যাংকের মধ্যে নির্যাতনের অভিযোগ তদন্ত করা ইত্যাদি৷ এবং আমি এখন সেটিই করছি৷’’

বিল্ডকে সাক্ষাৎকার দেয়ার একদিন আগে আরেক জার্মান টিভিকে প্রতিরক্ষামন্ত্রী সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের মধ্যে যৌন হয়রানি, নিপীড়ন, নির্যাতনের অভিযোগগুলো তদন্তের অঙ্গীকার করেন৷ তিনি বলেন, তদন্তকাজ ‘বেদনাদায়ক’ হলেও ‘বাহিনীর ভালোর জন্য করতে হবে’৷

যুক্তরাষ্ট্র সফর স্থগিত

উদ্ভুত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী ফন ডেয়ার লাইয়েন৷ বুধবার তাঁর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল৷ এ প্রসঙ্গে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লেফটেন্যান্ট ফ্রাংকো এ.-র বিষয়ে পুরো নজর দেয়াই বর্তমানে মন্ত্রণালয়ের প্রধান কাজ৷ প্রতিরক্ষামন্ত্রী ফন ডেয়ার লাইয়েন তাই বুধবার যাচ্ছেন ফ্রান্সের ছোট্ট শহর ইলকিয়র্শে৷ গ্রেপ্তার হওয়া ঐ জার্মান সেনা সেখানেই কাজে নিযুক্ত ছিলেন৷ বৃহস্পতিবার বার্লিনে তদন্ত নিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ফন ডেয়ার লাইয়েন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...