1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনঢ় মুরসি

২ জুলাই ২০১৩

সেনাবাহিনী চরমপত্র দিয়েছে মুরসিকে৷ টেলিফোনে অনুরোধ জানিয়েছেন বারাক ওবামা৷ শুরু হয়েছে মন্ত্রীর পদত্যাগ৷ কাজ হয়নি কিছুতেই৷ ক্ষমতা ছেড়ে দেয়া তো দূরের কথা, আগের অবস্থান থেকে এক চুলও নড়েননি মিশরের প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/1906a
Soldiers in military vehicles proceed towards the al-Jura district in El-Arish city from Sheikh Zuwaid, around 350 km (217 miles) northeast of Cairo May 21, 2013. Egyptian army and police forces stepped up roadblocks in north Sinai in a hunt for militant Islamists who kidnapped seven security officers last week, a security source said on Tuesday. REUTERS/Stringer (EGYPT - Tags: POLITICS MILITARY)
ছবি: Reuters

দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এক বছর পূর্তির দিনেই মোহাম্মদ মুরসিকে ব্যস্ত থাকতে হয় তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের সামলানোয়৷ সামলাতে পারেননি৷ বরং তাঁর দল মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৬ জন প্রাণ হারানোয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ারই আশঙ্কা দেখা দিয়েছে৷ সে অবস্থাতেই মিশরের সেনাবাহিনী দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বিবৃতি দিয়েছে৷ এ নিয়ে বিরোধীদের মাঝে উল্লাস দেখা গেলেও অতীতের অভিজ্ঞতা দুশ্চিন্তাতে রেখেছে তাঁদের৷

বেশি দূরের অতীত নয়৷ গণবিক্ষোভের মুখে হোসনি মুবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা দেখা গিয়েছিল সেনাবাহিনীর কাজে৷ মুসলিম ব্রাদারহুডের সংখ্যাগরিষ্ঠ আসন পাওায়া, মুরসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া – এসবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর আগের সেই সময়টা বিরোধীরা ভোলেন কী করে!

Bildnummer: 59152398 Datum: 30.01.2013 Copyright: imago/Sven Simon Präsident Mohammed MURSI Pressegespräch beim Staatsbesuch des ägyptischen Präsidenten im Bundeskanzleramt in Berlin, Deutschland am 30.01.2013. People Politik x0x xsk 2013 quer aktuellPolitik 59152398 Date 30 01 2013 Copyright Imago Sven Simon President Mohammed Mursi Press interview the State Visit the Egyptian President in Federal Chancellery in Berlin Germany at 30 01 2013 Celebrities politics x0x xSK 2013 horizontal aktuellPolitik
মোহাম্মদ মুরসিছবি: Imago

কিন্তু ক্ষমতায় এসে মুরসিই তা অনেকটা ভুলিয়ে দিয়েছেন৷ ছয় মাসের মধ্যেই এক ডিক্রি জারি করে হারিয়ে বসেন বিরোধীদের আস্থা৷ আস্থায় ফেরার কোনো উদ্যোগ আর দেখা যায়নি৷ বরং ‘প্রগতিশীল' এবং অসাম্প্রদায়িক শক্তি মুরসি সরকারের প্রতিটি উদ্যোগেই দেখেছে শুধু কট্টরপন্থী মুসলমানদের স্বার্থ রক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াস৷ এমন প্রয়াস আর চলতে না দেয়ার প্রত্যয় থেকেই গত রোববার গণতান্ত্রিক সরকারের বর্ষপূর্তির দিনেই মুরসির পতনের দাবিতে বিক্ষোভ শুরু করে মুরসিবিরোধীরা৷

দেশের চরম অশান্ত পরিস্থিতিতে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর এক বার্তা পড়ে শোনানো হয়৷ মুরসিকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া ওই বিবৃতিকে সরকার সমর্থকরা সেনাবাহিনীর কৌশলে ক্ষমতা গ্রহণের পূর্বলক্ষণ হিসেবে দেখছেন৷ মুরসি জানিয়েছেন, এই বিবৃতির আহ্বানে তিনি সাড়া দেবেন না৷ সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, বিবৃতিটি শুধু সরকার এবং বিরোধীপক্ষকে দেশের স্বার্থে পরস্পরের কাছাকাছি এসে শান্তি প্রক্রিয়া শুরু করার তাগিদ মাত্র৷

এদিকে বারাক ওবামাও একই কথা বলেছেন মুরসিকে৷ মুরসির সঙ্গে ফোনে সরাসরি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট৷ সেখানে ওবামা মিশরের প্রেসিডেন্টকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করার অনুরোধ জানিয়েছেন৷

এসিবি/ডিজি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য