1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টরোন্টো চলচ্চিত্র উৎসব

২২ আগস্ট ২০১৩

আগামী ৫ সেপ্টেম্বর ক্যানাডার টরোন্টোতে শুরু হচ্ছে টরোন্টো চলচ্চিত্র উৎসব, যা চলবে টানা ১১ দিন ধরে৷ এবারের উৎসবে মুক্তি পাচ্ছে বিশ্বের ১৪৬টি ছবি৷ তাই এ বছরও চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি থাকবে এর দিকে৷

https://p.dw.com/p/19UGu
ছবি: Fotolia/air

অস্কারের জন্য হয়ত এখানেই তাঁরা বেছে নিতে পারবেন একটি ছবি৷

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই অস্কারজয়ী মেরিল স্ট্রিপ, কলিন ফার্থ, জুলিয়া রবার্টসের মতো তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে টরোন্টো৷ কেননা শুরু হতে যাচ্ছে টরোন্টো চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবটি বর্তমানে উত্তর অ্যামেরিকার সবচে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে৷ এ উৎসবে প্রিমিয়ার হওয়া ‘স্লাম ডগ মিলেনিয়ার' এবং ‘দ্য কিংস স্পিচ' ছবি দুটি পরবর্তীতে অস্কার জিতেছিল৷

পুলিৎজার জয়ী ‘অগাস্ট – দ্য অসেজ কাউন্টটি' নাটকটির উপর ভিত্তি করে এই নামেই জন ওয়েল্স নির্মাণ করেছেন একটি ছায়াছবি, যার প্রধান ভূমিকায় রয়েছেন মেরিল স্ট্রিপ এবং জুলিয়া রবার্টস৷ তাই রেড কার্পেটে এবার একসাথে দেখা যাবে অস্কাজয়ী এই দুই তারকাকে৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক জাপানি সৈনিকের সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘দ্য রেলওয়ে ম্যান'-এ শীর্ষ ভূমিকায় অভিনয় করেছেন কলিন ফার্থ৷ এতে তাঁর সহঅভিনেত্রী হিসেবে আছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান৷ জোনাথন তেপলিজকি পরিচালিত মুভিটিও মুক্তি পাচ্ছে এই উৎসবে৷

Farbfilmrolle
৫ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসব চলবে টানা ১১ দিনছবি: picture alliance/chromorange

দর্শকদের জন্য এবার আরেকটি চমক অপেক্ষা করছে এ উৎসবে৷ এখানে তাঁদের দেখা মিলবে ৪০ পাউন্ড ওজন কমানো ম্যাথিউ ম্যাককোনেহেই সঙ্গে৷ যিনি একজন এইডস রোগীর ভূমিকায় অভিনয়ের জন্য তাঁর ওজন কমিয়েছেন৷ ‘ডালাস বায়ার্স ক্লাব' নামে ঐ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জ্যঁ-মার্ক ভালে৷ এই ছবিতে তাঁর অভিনয় অস্কার জুরিদের মনোযোগ কাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

দু'বার অস্কার জয়ী পরিচালক পল হ্যাগিস এবারের উৎসবে এসেছেন ‘থার্ড পার্সন' ছায়াছবিটি নিয়ে৷ এতে তিন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম নিসন, এড্রিয়েন ব্রডি এবং জেমস ফ্রাঙ্কো৷ আর ডেনিস ভিলেন্যোভ আসছেন তাঁর ‘প্রিজনার' মুভিটি নিয়ে৷ থ্রিলারধর্মী এই ছবিতে এক বাবার ভূমিকায় অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান৷ ‘ম্যান্ডেলা – লং ওয়াক টু ফ্রিডম' ছবিটিও মুক্তি পাচ্ছে এই উৎসবে৷ এ ছবিতে বর্ণবাদবিরোধী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস অ্যালবা৷ এ ছবিতেই ম্যান্ডেলার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নাওমি হ্যারিস৷

উৎসবে থাকছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনীর ওপর নির্মিত ‘দ্য ফিফথ এস্টেট' ছবিটিও৷

১৯৭৬ সাল থেকে প্রতি বছর এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে৷ এবারের উৎসবে ৭০টি দেশের মোট ৩৬৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শর্ট ফিল্ম দেখানো হবে৷

এপিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য