সেবিট মেলা ২০১০ | পাঠক ভাবনা | DW | 08.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সেবিট মেলা ২০১০

সেবিট মেলার এক্সক্লুসিভ তথ্যাদি পাওয়ার একমাত্র মাধ্যম ডয়চে ভেলে৷ সেবিট মেলা নিয়ে বিশেষ বিজ্ঞান ডটকম পরিবেশনাটি ...

আমাদের হৃদয় ছুঁয়ে গেলো ৷ চৈতালী সরকার ও ডাঃ সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

৭ তারিখ রাতের বিজ্ঞান ডট কম আয়োজনে হ্যানোভারে আয়োজিত বিশ্বের বৃহত্তম কম্পিউটার মেলা সেবিট এর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা ভীষণ ভালো লাগলো৷ বিজ্ঞান প্রযুক্তির উন্নতিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা মানুষের দৈনন্দিন জীবনে এনে দিয়েছে নানা সুখ, স্বাছন্দ্য আবার এই প্রযুক্তির অগ্রগতি মানুষকে মুহুর্তের মধ্যে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে৷ তাই আমি মনে করি যে প্রযুক্তির উন্নতি মানুষের কাছে অবশ্যই আশির্বাদ স্বরূপ, কিন্তু যদি একে অপব্যবহার করা হয় তাহলে তা মানুষের জন্য হবে চরমতম অভিশাপ৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

৬ মার্চের ইনবক্স পরিবেশনায় সেবিট মেলা নিয়ে বিজ্ঞান ডটকম পরিবেশনার আগাম ঘোষণা দেওয়ায় তা শোনার আগ্রহ অনেকটাই বেড়ে গিয়েছিলো৷ সত্যিকার অর্থেই বিজ্ঞান ডটকম পরিবেশনাটি অনবদ্য হয়েছে ৷ সেবিট মেলা আমাদের তথ্য প্রযুক্তি জগতের বৈপ্লবিক পরিবর্তন সম্পর্কে যে আগাম পূর্বাভাস দিচ্ছে তা সত্যিই সুখকর৷ সেবিট মেলা নিয়ে পরিবেশনাটি উপভোগ্য ও আকর্ষণীয় হয়েছে ৷ আর হ্যা মাসে একবার কি বিজ্ঞান ডটকম পরিবেশনায় তথ্য প্রযুক্তির খবরাখবর প্রচার করা যায়না ? আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

সেবিট মেলার এক্সক্লুসিভ তথ্যাদি পাওয়ার একমাত্র মাধ্যম ডয়চে ভেলে৷ সেবিট মেলা নিয়ে বিশেষ বিজ্ঞান ডটকম পরিবেশনাটি আমাদের হৃদয় ছুঁয়ে গেলো ৷ চৈতালী সরকার ও ডাঃ সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷