1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমি-ফাইনালে ভারতের জয়ে বলিউডে আনন্দের বন্যা

৩১ মার্চ ২০১১

বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানকে হারানোর পর বলিউডের তারকারা ভারত দলের প্রশংসায় পঞ্চমুখ৷ তাঁরা মনে করছেন ২০১১ সালের বিশ্বকাপটা ঠিকই জয় করে নিতে পারবে তাঁদের দেশ৷

https://p.dw.com/p/10lIb
Actor, Amitabh, Bachchan, Jaya, Aiswariya, Rai, Abhishek, Film, Awards, New, Delhi সেমি-ফাইনাল, ভারত, জয়, বলিউড, আনন্দ, বন্যা
ফাইল ছবিছবি: UNI

‘‘পাকিস্তানকে হারালো ভারত৷ এবার চূড়ান্ত খেলা খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে৷ ভারত-পাকিস্তান খেলা নিয়ে ভারত মানসিকভাবে যে চাপে ছিল সেটা এখন কমেছে৷ ভালো খেলেছে ভারত৷ অভিনন্দন ভারত দলকে৷ ভারতের পথে-ঘাটে যে আনন্দ-উল্লাস এবং মানুষের ঢল দেখা গেছে তা এযাবত কালে দেখা যায়নি৷ এখন অপেক্ষা ফাইনাল ম্যাচের জন্য৷'' মহানায়ক অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন এ কথা৷

অন্যদিকে ছেলে অভিষেক বচ্চন বলেছেন, ‘‘ভালো খেলেছো ভারত দল৷ দিয়া ঘুমাকে৷ মা তুঝে সালাম৷ আওয়ার শচীন আপকো ভি৷''

অভিনেতা অক্ষয় কুমার টুইট করেছেন, ‘‘আমাদের এ সাফল্য অবিশ্বাস্য নয়, বরং সামনে বাকি রয়েছে এরকম আরও কিছু দেখানোর৷ অভিনন্দন ভারত দল৷ তোমরা কোটি কোটি মুখে হাসি ফুটিয়েছো৷''

পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলি জাফর বলেছেন, ‘‘পাকিস্তান যে এই পর্যন্ত উঠে এসেছে সেটাই অনেকের প্রত্যাশার বাইরে ছিল৷ দারুণ খেলেছে ভারত৷ অভিনন্দন৷ চমৎকার একটা ম্যাচ উপভোগ করেছি৷ সবার মঙ্গল হোক৷''

মুম্বই হামলার দিকে ইঙ্গিত করে বিজয় মালিয়া বলেছেন, ‘‘ভারতের ক্রিকেট দল খুব ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবে পাকিস্তানকে মোকাবিলা করতে পেরেছে যা করতে আমাদের গোয়েন্দারাও ব্যর্থ হয়েছে৷

ভারত জিতেছে এই আনন্দে কেঁদে ফেলেন অভিনেত্রী শিল্পা শেঠি৷ বলেন, ফাইনালেও ভারতের কাছ থেকে সাফল্য আশা করেন৷ প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘‘ওহ, ভারত যা দেখালো না! এখন কেবল বিশ্বকাপ মুম্বই এ ঢোকার অপেক্ষায় রয়েছে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন