1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেলাইয়ের মতো ভবন সাজান যে শিল্পী

৮ আগস্ট ২০১৯

বাড়িঘর, দোকানপাটের সাজসজ্জার নানা দৃষ্টান্ত দেখে আমরা মুগ্ধ হই৷ স্পেনের এক শিল্পী গ্রিডের উপর সেলাইয়ের কায়দায় অভিনব শিল্পসৃষ্টি করে সবার নজর কাড়ছেন৷ ইউরোপের বিভিন্ন দেশে তাঁর ডাক পড়ছে৷

https://p.dw.com/p/3NWWw
DW Euromaxx Kreuzstich-Streetart von Raquel Rodrigo
ছবি: DW

রঙিন সুতোয় মোড়া বড় ক্যানভাস

সুইজারল্যান্ডের এস্টাভইয়ে ল্য লাক শহরে একটি বাড়ির কিছু অংশ গোলাপের সাজে ঢেকে গেছে৷ আসল ফুল নয়, ক্রস স্টিচ কায়দায় মোটা দড়ি গ্রিডের উপর বসানো হয়েছে৷ স্পেনের শিল্পী রাকেল রদরিগো ও তাঁর ৪ সহযোগী ২০ দিন ধরে গোলাপের এই বিন্যাস সৃষ্টি করেছেন৷ তিনি বলেন, ‘‘সাধারণত ক্রস স্টিচ বলতে এমন সব বয়স্ক নারীদের কথা মনে আসে, যাঁরা চাদর বা রুমাল আকর্ষণীয় করে তুলতে সেলাই করেন৷ আমি এই শিল্পকে চার দেওয়ালের গণ্ডী থেকে বার করে আজ, এখানে, রাজপথে আনতে চাই৷ ক্রস স্টিচ ব্যবহার করে রাজপথে ছবি সৃষ্টি করতে চাই৷''

দু'জন করে মানুষ আটটি গ্রিডে সব মিলিয়ে ৩০ বর্গমিটার আকারের সৃষ্টিকর্ম বসানোর কাজ করেন৷ রাকেল অবশ্য কম্পিউটারের পর্দায় নিখুঁতভাবে সবকিছু ডিজাইন করেছেন৷ তিনি বলেন, ‘‘সবার আগে আমি বাড়ির বাইরের অংশের ছবি ও মাপজোক সংগ্রহ করি৷ তারপর ভাবতে হয়, কীভাবে জানালাগুলির মাঝে গ্রিড বসাতে পারি৷ সেটা জানতে পারলেই ফটোশপের মাধ্যমে ছবির অংশগুলি আলাদা করে সৃষ্টি করি এবং সেগুলির সমন্বয়ে সব সম্ভাব্য কম্পোজিশন পরখ করে দেখি৷ এ হলো পিক্সেল নিয়ে খেলা৷''

শিল্প নিয়ে উচ্চশিক্ষার পর রাকেল সেট ডিজাইনার ও ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবে কাজ করেছেন৷ ২০১১ সালে তিনি একটি দোকানের শোকেস সাজাতে গিয়ে প্রথমবার ক্রসস্টিচ পদ্ধতি কাজে লাগান৷ তারপর থেকে এমন সজ্জা তাঁর বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে৷ স্পেনের শহরগুলির কেন্দ্রস্থলে হোটেল, রেস্তোরাঁ, দোকান ও ভবনের বাইরের অংশে তাঁর তৈরি সাজসজ্জা দেখা যায়৷

এখনো পর্যন্ত তাঁর সবচেয়ে বড় শিল্পকর্মে ব্যাপ্তি ছিল প্রায় ৭৭ বর্গমিটার৷ স্পেনের এক বিয়ার প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন অভিযানের জন্য তিনি সেটি সৃষ্টি করেছিলেন৷ তাঁর সৃষ্টিকর্মের স্থায়িত্ব আবহাওয়ার উপর নির্ভর করে৷ ৫ বছর পর্যন্ত দড়িগুলি অক্ষত থেকে৷ যেমনটা স্পেনের ভালেন্সিয়া শহরে এক গয়নার দোকানে শোভা পাচ্ছে৷ রাকেল বলেন, ‘‘বছর দুয়েক আগে আমি এই কাজটি করেছিলাম৷ ভালেন্সিয়া শহরে প্রায় সবসময় রোদ থাকে বলে কোনো এক সময় রং ফিকে হয়ে যায়৷ তবে উপকরণ অক্ষত থাকে৷''

সুইজারল্যন্ডে পাঠানোর প্রস্তুতি হিসেবে রাকেল রদরিগো গ্রিডগুলি গালিচার মতো গুটিয়ে রাখেন৷ সেখানে ‘আর্টিচোক'  শিল্প উৎসবের সময় এস্টাভইয়ে ল্য লাক শহরের বাড়ির গোলাপসজ্জা চোখ কাড়ার মতো হবে বলে তাঁর আশা৷

রঙিন সুতোয় মোড়া বড় ক্যানভাস

ক্রিস্টিয়ান ভাইবেসান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য