1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনিয়ার নাচ, বচ্চনের সংস্কার, আমীরের জামা

৩ এপ্রিল ২০১১

দিল্লীর রাজপথে নাচছেন সোনিয়া গান্ধী৷ অমিতাভ বচ্চন খেলা দেখেন নি, ভারত হেরে যাওয়ার ভয়ে৷ আমীর খানের জামায় ঘামের গন্ধ৷ বিশ্বকাপ বিজয়ের অন্যান্য সব টুকরো ছবি৷

https://p.dw.com/p/10mb8
ভারতের বিশ্বজয়ে খুশি সোনিয়া গান্ধীছবি: UNI

সোনিয়ার নাচ দিল্লীর রাস্তায়

শনিবার রাতে এক দরকারি বৈঠক সেরে ফিরছিলেন সোনিয়া গান্ধী৷ ততক্ষণে ওয়াংখেড়েতে ধোনির ওস্তাদি ছক্বায় ক্রিকেট দুনিয়া জিতে নিয়েছে ভারত৷ দেশজুড়ে মানুষ পথে নেমে পড়েছে৷ শুরু হয়ে গেছে আতশবাজি আর আবীর আর ভাংরা আর ব্যান্ডপার্টি নিয়ে উৎসবের পালা৷ যথারীতি দিল্লীর রাজপথে সব গাড়িই আটকে গেছে৷ কারণ রাস্তা জুড়ে নাচ চলছে যে! তারই মধ্যে আটকে পড়ে কংগ্রেস সভানেত্রী তথা ভারতের এক নম্বর কিং মেকার সোনিয়া গান্ধীর গাড়িটাও৷ অল্পক্ষণের মধ্যেই নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে জনতা সোনিয়া গান্ধীকে চিনে নেয়৷ তারপরেই গাড়ির দরজা খুলে নেমে আসেন সোনিয়া৷ নাচতেও থাকেন৷ উল্লাসও করতে দেখা যায় কংগ্রেস সভানেত্রীকে সকলের সঙ্গে৷ হাত মেলান অনেকের সঙ্গেই৷ টিভি ক্যামেরায় বন্দি হয়ে যায় ভারতের বিশ্ব বিজয়ে দেশের এক নম্বর পরিবারের ইটালিয়ান পুত্রবধূর উৎসবে যোগদানের চিত্র৷

Preity Zinta und Yuvraj Singh
ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ যুবরাজ সিং আর প্রীতি জিন্টার ভালোই বন্ধুত্ব৷ছবি: UNI

আমীরের নীল জামা, প্রীতির শার্ট

পাকিস্তান ভারতের খেলা দেখতে মোহালিতে যে জামাকাপড় পরেছিলেন বলিউডের তিন খানের অন্যতম, আমীর খান, সেই ‘পয়া' নীল টি-শার্ট আর গা থেকে নামান নি শনিবার ওয়াংখেড়েতেও৷ অঙ্গে পাকিস্তান ম্যাচের সেই একই জামা গায়ে দিয়ে শনিবার মাঠে এসেছিলেন বলিউডের গালে টোল, মিষ্টিদুষ্টু নায়িকা প্রীতি জিন্টাও৷ দুজনেরই যুক্তি, এই জামাটা পরেছিলাম বলেই ভারত পাকিস্তানকে হারিয়েছিল৷ আর কী সে জামা না পরে ফাইনাল দেখা সম্ভব? অতএব, ধোনির বিশ্বজয়ে আমীর আর প্রীতির জামাগুলোও কাজে এলো বৈকি!

বিগ বি-র কুসংস্কার

অমিতাভ বচ্চন যে মস্ত ক্রিকেট ফ্যান, সে আর কে না জানে? কিন্তু, ভারতের খেলা থাকলে সেই বিগ বি কিছুতেই মাঠে যান না, এমনকি টিভিও দেখেন না৷ একদা অ্যাংরি ইয়ংম্যান হিরো এবং সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র ব্যাক্তিত্বের বিশ্বাস আর সংস্কার এ বিষয়ে প্রবল৷ তিনি খেলা দেখলেই নাকি ভারত হারে৷ অতএব এই বিশ্বকাপ ফাইনালে কোন ঝুঁকি নেন নি তিনি৷ নিজের ঘরে সারাক্ষণ বসেছিলেন অমিতাভ৷ স্ত্রী জয়া বচ্চন কিংবা বাড়ির অন্য কেউ না কেউ একেকবার তাঁকে ঘরে গিয়ে স্কোরটা জানিয়ে আসছিলেন সারাক্ষণ৷ ভারত জেতার পরে অবশ্যি বাড়ির বাইরে বেরিয়ে বাংলোর সামনে জড়ো হওয়া জনতার সঙ্গে উল্লাস করেছেন, নাচগান হৈ-হল্লা সবই হয়েছে৷ কিন্তু, কিছুতেই আসল খেলাটা দেখেন নি৷

অভিষেকের সোফার কোণ

ছোটা বচ্চন বা অভিষেকও কম যান না৷ বাবার মত অতটা সংস্কার না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বসার ঘরের সোফার যে কোণায় যেভাবে বসেছিলেন, শনিবারের খেলাটাও সেই একই জায়গায় একই ভঙ্গীতে বসে পুরোটা দেখেছেন৷ ভারত জেতার পর তবে সেখান থেকে ওঠার ছুটি৷

সেলিব্রিটিদের এতসব কান্ডমান্ডের পরও ভারত বিশ্বকাপ জিতবে না সেটা কী হতে পারে?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম