1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুগামিতার অপরাধে শাস্তি

১০ মে ২০১৮

১১ জনকে বিয়ে করেছিলেন সোমালীয় এক নারী৷ বহুগামিতার অভিযোগে তাঁকে পাথর ছুঁড়ে মেরে ফেলেছে আল-শাবাব ইসলামিক জঙ্গি গোষ্ঠী৷

https://p.dw.com/p/2xTfQ
ছবি: picture alliance/AP Photo/F. A. Warsameh

সোমালিয়ার লোয়ার শ্যাবেলে এলাকার সাবলালে জেলা৷ এখানকার বাসিন্দা ৩০ বছরের শুকরি আবদুল্লাহি৷ অভিযোগ, তিনি একের পর এক ১১ জন পুরুষকে বিয়ে করেছেন৷ অথচ কারও সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাননি৷ বহুগামিতার দায়ে তাঁর বিচার হয় সাবলালের একটি আদালতে৷ জঙ্গিদের দ্বারা পরিচালিত এই আদালতে মহিলা নিজের দোষ কবুল করেন বলে দাবি আল-শাবাবের নিজস্ব বেতার সংস্থা আন্দালুস-এর৷ মহিলার স্বীকারোক্তির কথা জানিয়েছেন আদালতের স্বঘোষিত বিচারক৷ 

এই আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি জনবহুল এলাকায় মহিলাকে গলা পর্যন্ত পুঁতে দেওয়া হয়৷ তারপর তাঁকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে মুখোশধারী আল-শাবাব জঙ্গিরা৷

আল-শাবাব সোমালিয়ায় ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়৷ তাদের লক্ষ্য কঠোর ইসলামি আইন কার্যকর করা৷ এই জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সন্ত্রাসবাদী নেটওয়ার্কের অধীনে কাজ করে৷ আল-শাবাবের আদালতে নামেই বিচার হয়৷ আদতে সেখানে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না৷

গুপ্তচর সন্দেহে বা ব্যভিচারের গন্ধ পেলেই জঙ্গিরা পাথর ছুঁড়ে মানুষ মারে৷ পুরুষ ও নারী – উভয়েই এই পাথরের মুখে পড়ে প্রাণ হারায়৷ সোমালিয়ায় বহুগামিতা আদতে পুরুষদের মধ্যে বেশি দেখা যায়৷ পুরুষরা একসঙ্গে চারটি স্ত্রী রাখতে পারে৷ কোনো কোনো ক্ষেত্রে মহিলারা আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ না ঘটিয়ে দ্বিতীয় বিয়ে করেন৷ তবে অতি দরিদ্র এই দেশে অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের নেপথ্যে থাকে অর্থনৈতিক কারণ৷

পিএস/ডিজি