1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোয়ুজে করে ফিরে এলেন তিন নভোচারী

২৬ সেপ্টেম্বর ২০১০

উৎকণ্ঠিত হয়ে ছিলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নভোবিজ্ঞানীরা৷ তবে তাদের সেই উৎকন্ঠাকে দূর করে অবশেষে ঠিকঠাক মতই মহাকাশ থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিন নভোচারী৷

https://p.dw.com/p/PMtD
সয়ুজ থেকে ফিরে আসা তিন নভোচারী (ফাইল ফটো)ছবি: AP

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেস শাটল সোয়ুজে করে শনিবার স্থানীয় সময় ৯টা ২৩ মিনিটে পৃথিবীতে ফিরে আসেন রাশিয়ার আলেক্সান্ডার স্কোভর্তসফ, মিখাইল কোর্নিয়েনকো এবং যুক্তরাষ্ট্রের ট্রেসি ক্যাল্ডওয়েল ডাইসন৷ কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে তাদের ক্যাপসুল অবতরণ করে৷ তবে উৎকন্ঠার কথা যে বললাম, সেটা কেন? আসলে এবার যাত্রার শুরুতে এমন একটি ঘটনা ঘটেছে যেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বেলায় আর কখনো হয়নি৷ তাই বিজ্ঞানীদের উদ্বেগ ছিল, ঠিকভাবে পৃথিবীতে ফিরতে পারবেন তো নভোচারীরা?

the Soyuz TMA-14 spacecraft
ভূ পৃষ্ঠে নেমে আসছে সয়ুজছবি: AP/NASA/BILL INGALLS

মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরুর কথা ছিল শুক্রবার৷ সব প্রস্তুতিও সম্পন্ন, সোয়ুজও প্রস্তুত ভূ-পৃষ্ঠের দিকে ছুটে যাওয়ার৷ কিন্তু এমন সময় দেখা গেল নভোযানটি স্টেশন থেকে ছুটছে না, বরং সেটিতে আটকে আছে৷ মস্কোর কন্ট্রোল রুমেও দেখা গেল ঠিকমত সিগন্যাল আসছে না৷ কি ব্যাপার, আসলে মহাকাশ স্টেশনের হুকগুলো ঠিকমত কাজ না করায় নভোযান সোয়ুজ আটকে পড়ে যায়৷ পৃথিবীর প্রকৌশলীরা দেখলেন স্টেশনের হ্যাচ সেন্সর কাজ না করায় এই সমস্যা দেখা দিয়েছে৷ সোয়ুজকে মুক্ত করতে শেষ পর্যন্ত স্টেশনে অবস্থানরত নভোচারী ফিয়োডোর ইয়ুরচিখিন একটি জাম্পার ক্যাবল লাগিয়ে দেন৷ ফলে শেষ পর্যন্ত মহাকাশ স্টেশন থেকে মুক্ত হতে সক্ষম হয় নভোযান সয়ুজ৷

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে একটি রুশ কার্গো রকেট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং স্টেশনে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়৷ যান্ত্রিক ত্রুটির কারণে কেবল নভোযান নয় নভোচারীদেরও জীবন বিপন্ন হতে পারে সেই আশংকায় ভুগছিলেন পৃথিবীর বিজ্ঞানীরা৷ নভোচারীদের স্বজনরাও ছিলেন ভীষণ উৎকণ্ঠিত৷ তবে শেষ পর্যন্ত নভোচারীরা ভালোয় ভালোয় পৃথিবীর বুকে ফিরে এলেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী