1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার কর্মীর কারাদণ্ড

৮ জুলাই ২০১৪

মানবাধিকার কর্মী আবু আল-খায়েরকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে সৌদি আরবের এক আদালত৷ কারাদণ্ডাদেশের পাশাপাশি অর্থদণ্ড এবং ১৫ বছর দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত৷

https://p.dw.com/p/1CX2X
Symbolbild Gefängnis
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

রবিবার জেদ্দার এক আদালত ওয়ালিদ আবু আল-খায়েরের বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করে৷ মনিটর অফ হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা আবু আল-খায়েরকে গত অক্টোবর মাসে নানা অভিযোগে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করা এক আবেদনপত্রে সাক্ষর করায়, ‘রাষ্ট্রদ্রোহীতায় ইন্ধন' দেয়ার অভিযোগে তিন মাসের কারাদণ্ড দেয় জেদ্দার আদালত৷ আটক মানবাধিকারকর্মীরা রাজতন্ত্রের দেশ সৌদি আরবে রাজনৈতিক সংস্কারের দাবি আদায়ে সক্রিয় ছিলেন৷

রবিবার জেদ্দার আদালত ওয়ালিদ আবু আল-খায়েরের বিরুদ্ধে বাদশা আব্দুল্লাহর প্রতি অসম্মান প্রদর্শন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে অবজ্ঞা করা এবং রাষ্ট্রদ্রোহিতায় ইন্ধন জোগানোর অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেয়৷ পাশাপাশি দু'লাখ দিনার (৫৩ হাজার ৩শ ডলার) জরিমানা এবং কারামুক্তির পর ১৫ বছর দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞাও আরোপ করা হয়ে৷

আন্তর্জাতিকভাবে পরিচিত এ মানবাধিকার কর্মীর বিরুদ্ধে এসব শাস্তি ঘোষণার পর তাঁর স্ত্রী সামার বাদাওই জানান, আবু-খায়ের রায়ের বিরুদ্ধে আপিল করবেন না৷ বার্তা সংস্থা এএফপিকে সামার বাদাওই বলেন, ‘‘ওয়ালিদ এ আদালতের বৈধতায় বিশ্বাস করেন না৷ এ আদালতের রায় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি৷ রায়ের বিরুদ্ধে তিনি আপিলও করবেন না৷''

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য