1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি জ্বালানিখাতে আবারও হামলা

১৪ ডিসেম্বর ২০২০

গত একমাসে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় চারবার হামলা হয়েছে৷ সবশেষ হামলাটি হয় সোমবার ভোরে৷ জেদ্দা বন্দরে নোঙর করা এক তেলের ট্যাংকারে ‘বাইরের উৎস' থেকে হামলা হয়েছে বলে জানিয়েছে ট্যাংকারের মালিক কোম্পানি ‘হাফনিয়া'৷

https://p.dw.com/p/3mhKb
Saudi-Arabien Öltanker BW Rhine
ছবি: Tommy Chia/AERIAL PHOTOGRAPHER SG/AP Photo/picture alliance

অবশ্য সৌদি কর্তৃপক্ষ এখনও ‘বিডাব্লিউ রাইন' নামের ঐ ট্যাংকারে হামলার খবরের সত্যতা নিশ্চিত করেনি৷

তবে ব্রিটিশ নৌবাহিনীর অন্তর্গত সংস্থা ‘দ্য ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশন্স' বা ইউকেএমটিও জেদ্দার আশেপাশে সাগরে থাকা জাহাজগুলোকে সতর্ক থাকতে বলেছে৷ বিডাব্লিউ রাইনে হামলার বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে তারা৷ ঐ ঘটনার পর জেদ্দা বন্দর ‘অজানা সময়' পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে ইউকেএমটিও৷ সমুদ্রযাত্রা বিষয়ক গোয়েন্দা সংস্থা ‘ড্রুয়াড গ্লোবাল' টুইটারে খবরটি প্রকাশ করেছে৷

এক বিবৃতিতে হাফনিয়া বলেছে, হামলার কারণে বিডাব্লিউ রাইনে আগুন ধরে যায়৷ তবে জাহাজে থাকা ২২ জন নাবিক আহত হননি৷ কিছু তেল সাগরে পড়েছে বলে জানিয়েছে হাফনিয়া৷ তবে এখনও ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে৷

জেদ্দা বন্দর সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর৷ সৌদি আরবের ইয়ানবু শহরে থাকা সৌদি তেল কোম্পানি আরামকোর একটি তেল শোধনাগার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন সীসাহীন গ্যাসোলিন নিয়ে বিডাব্লিউ রাইন ট্যাংকারটি জেদ্দায় গিয়েছিল৷ সেখান থেকে তেল নামানোর সময় এই হামলা হয়৷

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি৷

এর আগে গতমাসে সৌদি উপকূলে থাকা এক জাহাজে মাইন বিস্ফোরিত হয়৷ এছাড়া এ মাসের শুরুতে ইয়েমেনের পুবের ছোট্ট বন্দর নিশতুনে থাকা এক কার্গো জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটে৷

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অতীতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সি-মাইন ব্যবহার করেছে৷ যদিও গতমাসের হামলার দায় স্বাকীর করেনি হুতিরা৷

জেডএইচ/কেএম (এপি)