1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌন্দর্য শুধু সুন্দর মুখশ্রীর মধ্যে সীমাবদ্ধ নেই

৩১ মার্চ ২০১০

সেই প্রাচীন কাল থেকেই মানুষ সৌন্দর্য সচেতন৷ তখন বিভিন্ন ভাবে করা হতো রূপচর্চা৷ মাটি কিংবা বিভিন্ন গাছের শেকড় ব্যবহার করা হতো সেই সময়৷

https://p.dw.com/p/MizE
পুরাকালের সৌন্দর্যের প্রতিক নেফারতিতিছবি: CC/ Xenon 77

একজন মানুষ, সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন, ফিট৷ সেইসঙ্গে রয়েছে তার দারুণ স্মার্টনেস, ব্যক্তিত্ব, সুশিক্ষা আর চমৎকার ব্যবহার, তাকে সুন্দর না বলে পারবেন কি?

সৌন্দর্যের ব্যাপারে কে না সচেতন বলুন ? কে না চায় তাকে সুন্দর দেখাক৷ প্রতিটি নারীই চায় তাকে ভালো দেখাক, সবার সেরা দেখাক, সুন্দর দেখাক৷ উঁহু, একটু ভুল বলে ফেললাম৷ কেননা সৌন্দর্যের ব্যাপারটা এখন আর শুধু নারীর মধ্যে সীমাবদ্ধ নেই৷ যেকোন বয়সের নারী, পুরুষ, নির্বিশেষে নিজের সৌন্দর্যের ব্যাপারে সচেতন৷

Junge Japanerinnen beim Schminken in der U-Bahn
সৌন্দর্য চর্চায় বয়সের কোন বাধা নেইছবি: picture-alliance/dpa

সৌন্দর্য চর্চা কিন্তু আধুনিক যুগের কোন ব্যাপার নয়৷ সেই প্রাচীন কাল থেকেই মানুষ সৌন্দর্য সচেতন৷ তখন বিভিন্ন ভাবে করা হতো রূপচর্চা৷ মাটি কিংবা বিভিন্ন গাছের শেকড় ব্যবহার করা হতো সেই সময়৷ শুধু আর সেই সময়ের কথা বলছি কেন ? এখনও তো মুলতানি মাটি ব্যবহার করা হচ্ছে রূপের চর্চায়৷

অনেকেই কিন্তু মনে করেন সৌন্দর্য ধরে রাখতে হলে অর্থের প্রয়োজন৷ এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয়৷ আপনি ঘরে বসেই ত্বকের ঔজ্জ্বল্যের জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন সবজি৷ তবে সৌন্দর্য এখন কিন্তু আর শুধু সুন্দর মুখশ্রীর মধ্যে সীমাবদ্ধ নেই৷ আগেই বলেছি প্রায় সবদিক থেকে ফিট একজন মানুষই সত্যিকার অর্থে সুন্দর৷ আর সেই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন স্বাস্থকর খাবারও৷ সেইসঙ্গে একটা সুন্দর মন৷

বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মাত্র কয়েকদিন আগে ঢাকায় এসেছে কসমেটিক ডার্মাটোলজি ক্লিনিকের চেইন কায়া স্কিন কেয়ার৷ সংযুক্ত আরব আমিরাত ও ভারতে কায়ার শাখা রয়েছে৷ ঢাকায় খোলা হলো কায়ার ১০১ তম শাখা৷ কায়া ত্বকের যত্নের পাশাপাশি ডায়েট এবং ব্যায়াম সম্পর্কিত পরামর্শও দেবে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক