1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজারে স্কটিশ গণভোট

১৭ সেপ্টেম্বর ২০১৪

স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশ থাকছে কিনা বৃহস্পতিবারের গণভোটেই সেটা জানা যাবে৷ অবশ্য তার আগেই ব্রিটিশ পাউন্ডের মান পড়তে শুরু করেছে৷ কারণ জরিপগুলো স্বাধীন স্কটল্যান্ডের পক্ষেই মত দিচ্ছে৷

https://p.dw.com/p/1DDHv
Schottland Unabhängigkeit Marsch des Oranierordens in Edinburgh 13.09.2014
ছবি: picture-alliance/dpa/A. Rain

গত দুই সপ্তাহ ধরে ব্রিটিশ পাউন্ডের মান কমে গেছে৷ গণভোটে ‘ইয়েস' জয়ী হলে সেটা আরও কমার আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷ সেটা হলে ক্ষতির মুখে পড়বেন পাউন্ড ব্যবহারকারীরা৷ এছাড়া অনেকের পেনশন-আয় শেয়ার বাজারের সূচকের সঙ্গে কমে, বাড়ে৷ তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন৷

এদিকে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের পলিসি বৈঠক৷ সেখানে নির্ধারিত সময়ের আগেই সুদের হার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে৷ উল্লেখ্য, অর্থনীতির স্বার্থে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যে বন্ড ক্রয় কর্মসূচি চালু করেছে সেটার অংশ হিসেবে সুদের হার কমানো হয়েছিল

এখন অর্থনীতি কিছুটা সচল হওয়ায় সেই হার আবার বাড়ানোর কথা হচ্ছে৷ বুধবার বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত জানাবেন ফেডারেল রিজার্ভের প্রধান জেনেট ইয়েলেন৷

ইউরোজোনের অর্থনীতি

‘অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' বা ওইসিডি বলছে, ইউরোজোনের প্রবৃদ্ধির জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারগুলোর আরও সাহায্য করা দরকার৷ বিশেষ করে ইসিবি-র উচিত আরও বন্ড কেনা এবং অর্থনীতিতে আরও অর্থের যোগান দেয়া৷ ইসিবি অবশ্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ যেমন সুদের হার কমিয়ে তারা ০ দশমিক ৫ শতাংশ করেছে৷ এছাড়া কোম্পানিগুলোকে ঋণ দেয়ার শর্তে, ব্যাংকগুলোকে অল্প সুদে ঋণ দেয়ার প্রস্তাব করেছে৷ তবে এরপরও ইউরোজোন এলাকায় প্রবৃদ্ধির হার কম, বলে মনে করছে ওইসিডি৷ তাই চলতি বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ১.২ শতাংশ থেকে কমিয়ে ০.৮ শতাংশ করেছে সংস্থাটি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য