1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে স্কুল এবং কিন্ডারগার্টেন খোলার আহ্বান

১৫ এপ্রিল ২০২০

সরকারের প্রতি স্কুল, কিন্ডারগার্টেন, খেলার মাঠ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানির শিশু সাহায্য সংস্থা৷

https://p.dw.com/p/3avOc
ছবি: Reuters/M. Tantussi

করোনা সংকট থেকে বেরিয়ে আসার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে জার্মানির শিশু সাহায্য সংস্থা৷ এতে জার্মানির ফেডারেল সরকার, বিভিন্ন রাজ্য সরকার এবং মিউনিসিপ্যালিটির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আবেদন করা হয়েছে৷ বিশেষ করে স্কুল, কিন্ডারগার্টেন, পাবলিক খেলার মাঠগুলো যত তাড়াতাড়ি সম্ভব ধীরে ধীরে আবার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি৷

শিশুদের সাহায্য সংস্থার পরামর্শ, শিশুদের প্রথমে ছোট ছোট গ্রুপে ভাগ করে স্কুল এবং কিন্ডারগার্টেন আবার শুরু করা যায়৷ খেলার সময়ও যাতে শিশুরা যথেষ্ট দূরত্ব বজায় রাখে সেদিকে ভালোভাবে খেয়াল রেখেই অনুমতি দেয়া যেতে পারে৷ অ্যাথলেটিক্সের মতো খেলাধুলাতেও যাতে শিশুদের অংশগ্রহণ করা সম্ভব হয় সেদিকেও ভেবে দেখার কথা বলেছে সাহায্য সংস্থা৷

জার্মানির শিশু সাহায্য সংস্থার পরিচালক হলগার হফমান বলেন, ‘‘স্কুলগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব আবার ক্লাস শুরু করতে হবে৷ তিন সপ্তাহ স্কুল বন্ধ থাকার কারণে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অস্বচ্ছল  জীবনযাপনকারী পরিবারগুলির জন্য পরিস্থিতি আরো খারাপ হবে৷’’

এনএস/কেএম (এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য