‘স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর সম্পর্কে জানতে চাই’ | পাঠক ভাবনা | DW | 11.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর সম্পর্কে জানতে চাই’

‘বিশ্ব’, ‘জার্মানি ইউরোপ’, ‘বিজ্ঞান পরিবেশ’, ‘সমাজ সংস্কৃতি’, ও ‘খেলাধুলা’, শিরোনামের সব কয়টি বিভাগের নতুন নতুন তুলে ধরা প্রতিবেদনগুলো পড়ে নিলাম৷

খুব ভালো লাগলো জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর জীবনের ওপর ডয়চে ভেলের আলোকপাত৷ এতদিন ম্যার্কেলের পরিচয় রাজনীতিবিদ ও জার্মানির চ্যান্সেলর বলেই জানতাম৷ তিনি যে একজন পদার্থবিদ ও ফুটবলপ্রিয় তা আগে জানা ছিলো না৷ আরও অবাক লাগলো জেনে যে অলিম্পিক ও ক্রীড়াঙ্গনের বড় বড় আসরের উদ্বোধনী ও সমাপন অনুষ্ঠানে তাঁর নিয়মিত উপস্থিতি৷

‘ড্রোন যুদ্ধ' শীর্ষক প্রতিবেদন থেকে ড্রোন প্রযুক্তি এবং এই প্রযুক্তির ব্যবহার ও এর নেতিবাচক দিক সম্পর্কে বেশ একটা স্পষ্ট ধারণা পেয়ে ভালো লাগলো৷ পোশাক তৈরিতে রাসায়নিকের ব্যবহার নিয়ে গ্রিনপিস পরিবেশ সংগঠনের বক্তব্য থেকে নতুন তথ্য পেয়ে গেলাম৷

জার্মানির সংস্কৃতির কিছু কিছু দিকের সাথে আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি, তবে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশগুলোর সংস্কৃতি সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই৷ তাই ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন গ্রিনল্যান্ড এর সংস্কৃতির কিছু কিছু দিক তুলে ধরার অনুরোধ করছি৷ এই ই-মেলটি পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন