1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেইনের বিধ্বংসী বোলিং-এ হারের মুখে ভারত

৮ ফেব্রুয়ারি ২০১০

ডেল স্টেইনের আগুন ঝরানো বোলিং-এর সামনে ভারতের ইনিংস ভেঙে পড়েছে একেবারে তাসের ঘরের মতো৷ কারণ, প্রথম ইনিংসে স্টেইন একাই সংগ্রহ করেছে সাত উইকেট৷ আর এর জন্য মাত্র ৫১টি বল নিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/LvxN
আগুন ঝরানো বোলিং করলেন ডেল স্টেইনছবি: AP

সাত দশমিক চার ওভারে ছয় উইকেট হারিয়েছে ভারত৷ আর এ সময় তারা করেছে মাত্র ১২ রান৷ সে যাই হোক, প্রথম ইনিংস-এ ভারতের সংগ্রহ ২৩৩ রান৷ তাই স্বাভাবিকভাবেই, এরপর ভারত'কে ফলোঅন করতে মাঠে ডেকেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ৷

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সামনে পড়ে ভারত৷ প্রথমেই প্যাভিলিয়নে ফিরে যান ফর্মে থাকা ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর৷ তাঁর উইকেট'টি লুফে নেন মর্ন মর্কেল৷ পরে আবারো আঘাত হানতে শুরু করে ডেল স্টেইন৷ তুলে নেয় প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগকে৷

এর আগে প্রথম ইনিংসে স্টেইনের বিধ্বংসী বোলিংয়ের সামেন ভারতীয় কোন ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়াতে পারেনি৷ সেহবাগ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, তাঁর ১০৫ রান ভারতকে সংকটমুক্ত করতে পারেনি একেবারেই৷ ব্যর্থ হয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যানরাও৷ তবে কিছুটা হলেও লড়ে গেছেন বদ্রিনাথ৷ তিনি করেছেন ৫৬ রান৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ফলোঅনে নেমে দ্বিতীয় ইনিংস-এ ভারতের স্কোর দুই উইকেটে ৬২৷ এ মুহূর্তে ক্রিজে রয়েছেন শচীন তেন্ডুলকর এবং মুরলী বিজয়৷

প্রতিবেদন : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক