1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রলার দিয়ে শিশু পেটালেন সৌদি নাগরিক

৮ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবের একটি শপিং মলের ঘটনা৷ মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় একটি শিশু স্ট্রলার থেকে মাটিতে পরে যাওয়ায় সেই স্ট্রলার দিয়েই তাকে মারছেন এক ব্যক্তি৷ এই ভিডিও দেখে অনলাইনে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন সৌদিরা৷

https://p.dw.com/p/2jXNL
Screenshot Youtube Kindesmisshandlung
ছবি: Youtube

সপ্তাহখানেক আগের ঘটনা এটি৷ উত্তর সৌদি আরবের খোবার নামের একটি শহরে এক শপিং মলে সবাই প্রতিদিনের মতোই পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছিলেন৷ এমন সময় হঠাৎ করেই একটি বাচ্চার চিৎকারে চমকে উঠলেন সবাই৷ দেখলেন, একটি ছোট্ট বাচ্চা মেঝেতে পড়ে আছে৷

গল্পটা এটুকু হলে ঠিকই ছিল৷ কিন্তু এরপর দেখা গেল অকারণেই রেগে গিয়ে যে ভদ্রলোক স্ট্রলারটা ঠেলে নিচ্ছিলেন, তিনি বাচ্চাটিকে স্ট্রলার দিয়ে জোরে জোরে মারতে থাকলেন৷ আরো শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাটি৷

আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই ঘটনার আকষ্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে যান৷ কয়েকজন মৃদু স্বরে প্রতিবাদও করেন৷ সাথেসাথে বাচ্চাটাকে কোলে নিয়ে মল থেকে বের হয়ে যান সেই ব্যক্তি৷

কে ছিলেন তিনি, কী তাঁর পরিচয়, শিশুটি তাঁর কেই বা হয়, কিছুই জানা যায়নি এখনও৷ তবে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

প্রতিক্রিয়া এতোটাই তীব্র হয়েছে যে, এরই মধ্যে ইস্টার্ন প্রভিন্সের ডেপুটি গভর্নর প্রিন্স আহমাদ বিন ফাহাদ দ্রুত ভিডিওর ব্যক্তিকে গ্রেপ্তার করতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছেন৷

সেই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে চেয়ে সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুরোধ করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়৷ ‘‘শিশুর নিরাপত্তা হুমকির মুখে ফেলে, এমন যে কাউকেই আইনের আওতায় আনা হবে,'' টুইট করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল-খাইল৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য