1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের জয় নিয়ে সরব বাংলাদেশের সংবাদমাধ্যম

১২ জুলাই ২০১০

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলো স্পেন৷ এই খবর বাংলাদেশের সব পত্রপত্রিকার শিরোনামে জায়গা করে নিয়েছে৷ তবে, বিশ্বকাপ ছাড়াও রয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের ধরপাকড়ের কথা৷ পরিকল্পিত ক্রসফায়ারের দায়ে পুলিশ আটকের খবর৷

https://p.dw.com/p/OGYK
জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামছবি: AP

বিশ্বকাপ ফুটবল

সোমবার সব দৈনিকের শিরোনাম ফুটবল বিশ্বকাপ নিয়ে৷ দৈনিক সমকাল লিখেছে, ‘‘জয়তু স্পেন, নতুনের হাতে বিশ্বকাপের বিজয় কেতন''৷ পত্রিকাটির কথায়, হল্যান্ডকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে অনন্য কীর্তি গড়ল ইউরো চ্যাম্পিয়নরা৷ সমকাল আরো বলছে, ১৯৭৪ সালে জার্মানির পর ইউরো চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জিতলো স্পেন৷ এছাড়া, দৈনিক ইত্তেফাকের সাদামাটা শিরোনাম, ‘‘স্পেনের প্রথম বিশ্বকাপ জয়''৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কথায়, ‘‘ফুটবল দুনিয়ার নতুন রাজা স্পেন''৷ আর দৈনিক কালেরকন্ঠ লিখেছে, ‘‘শেষ হয়ে গেল ফুটবল মহোৎসব''৷

প্রশ্নপত্র ফাঁস

‘‘বড় কর্মকর্তাদের নাম আসছে'' -- দৈনিক প্রথম আলোর শিরোনাম এটি৷ দিনকয়েক আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়৷ পত্রিকাটির দাবি, এই ঘটনার সঙ্গে সরকারি ছাপাখানার কয়েকজন জড়িত রয়েছে৷ ইতিমধ্যে ধরপাকড়ও শুরু হয়েছে৷ আটকদের মধ্যে ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে৷

ক্রসফায়ার

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘‘নাটোরে জেল হাজতে সাবেক ওসিসহ ১১ পুলিশ''৷ ২০০৮ সালের জুলাই মাসে সিংড়া উপজেলায় একটি ক্রসফায়ারের ঘটনা ঘটে৷ তবে, পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে দেখা যায়, সেটি আসলে পরিকল্পিত হত্যাকান্ড৷ পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই এক ব্যক্তিকে হত্যা করে পুলিশ৷ এরপর তাঁর লাশ ফেলে দেয়া হয় জঙ্গলে৷ এই ঘটনায় জড়িত পুলিশদের মধ্যে ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে গতকাল৷ আরো কয়েকটি দৈনিক খবরটি প্রকাশ করেছে৷

করদাতার সংখ্যা ২৫ লাখ

বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ২৫ লাখের বেশি৷ রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন এই তথ্য৷ আর সে খবর প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী