1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের যেন বিশ্ব জয়, আর জার্মানির লক্ষ্য ২০১৪

৮ জুলাই ২০১০

স্পেনের এ যেন এক বিশ্ব জয়ের ঘটনা৷ অন্তত দেশবাসীর উৎসাহ আর উদ্দীপনা সেকথাই বলে৷ পিছিয়ে নেই স্প্যানিশ গণমাধ্যমের পাতাও৷ এদিকে, এতো সাফল্যের পরও কোন সংবর্ধনা পাবে না দক্ষিণ আফ্রিকা ফেরত জার্মান দল৷

https://p.dw.com/p/OE4x
সেমি ফাইনালে স্পেনের কাছে হারার পর এক জার্মান ফ্যানছবি: AP

শুধুই কোচ ভিসেন্টে ডেল বস্কের ছেলেদের উচ্ছ্বসিত প্রশংসা৷ সেমিফাইনালে জয়টা হয়তো এতোটা আনন্দের হতো না যদি না প্রতিপক্ষ হতো জার্মানি৷ কারণ আগের দু'টো ম্যাচে জার্মানির ছিল দুর্দান্ত প্রতাপ৷ আর তারপরেই সেই সিংহরূপ কোচের ছেলেদের এমনভাবে কোণঠাসা করা৷ মূলত এ কারণেই উচ্ছ্বাসটা আরেকটু বেশি মাত্রায়৷ এর আগে ২০০৮ এর ইউরো ফুটবলেও ১-০ গোলে জার্মানিকে হারিয়েছিল স্পেন৷ আর এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন তো রয়েছেই৷

তাই ক্রীড়া বিষয়ক দৈনিক ‘মার্কা'র শিরোনাম, ‘‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ''৷ আবার পরের প্রতিবেদনের শীর্ষক, ‘‘রাজপথে লাখো স্প্যানিয়ার্ডের জয়ের উল্লাস''৷ আর ছবিতে ছবিতে ভরে দেওয়া হয়েছে প্রথম পাতা থেকে শুরু করে গোটা পত্রিকা৷ কাটালান ভাষায় প্রকাশিত দৈনিক ‘স্পোর্ট' লিখেছে, ‘‘পুইয়লের এক গোলেই ফাইনালে''৷

ডার্বানের মাঠে বার্সেলোনার অধিনায়ক কার্লেস পুইয়লের একমাত্র গোলটিই যে কাল হয়ে গেছে জার্মানির জন্য৷ তাই সেটিই সবার মুখে মুখে৷ আর বুধবারের স্প্যানিশ দলে বেশ ভারিই ছিল বার্সেলোনার পাল্লা৷ কারণ অন্তত সাতজনই ছিল বার্সা খেলোয়াড়৷ আর এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে ‘লা রোজা' বাহিনী৷

এদিকে, সোমবার কোন অনুষ্ঠান হচ্ছে না বার্লিনে৷ মানে সেমিফাইনালে হেরে দেশে ফিরতে হবে একেবারে চুপচাপ৷ কোন ফুল নয়, কোন সংবর্ধনা নয়৷ এতোটুকু ভালোবাসাও আর জুটছে না ইওয়াখিম ল্যোভের এই একাদশের ভাগ্যে৷ জার্মান পত্রিকা ‘বিল্ড' এর শিরোনাম ‘‘স্বপ্ন শেষ৷'' তবে যোগ হয়েছে এই তরুণ জার্মান দলের জন্য চার বছর পরের লক্ষ্য৷ আশা করা হচ্ছে, ‘‘তরুণ দলের ভবিষ্যৎ উজ্জ্বল৷ তবে এই পরাজয় থেকে শেখার আছে অনেক৷'' অবশ্য, ‘বিল্ড' চায়, ‘ইয়োগি' ল্যোভ নবায়ন করুক তাঁর চুক্তি, আর আবার শুরু হোক ছেলেদের ঘষামাজা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ