স্বাধীনতা দিবসের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 26.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু এম আবদুর রাজ্জাক, নিমাইদিঘী, বগুড়া থেকে৷

ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে ইউক্রেন সংকট, গণভোটের মাধ্যমে ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে সংযোজনের প্রচেষ্টা, দ্য হেগ-এ সাতটি উন্নত দেশের জোট জি সেভেন নেতাদের করা ঘোষণার প্রেক্ষাপটে জুন মাসে অনুষ্ঠিতব্য জি-এইট সোচি সম্মেলনের ওপর এর সম্ভাব্য প্রভাব, ইউরোপের অর্থনীতির ওপর নতুন চাপের আশঙ্কা নিয়ে তুলে ধরা প্রতিবেদনগুলো থেকে বিষয়টি সম্পর্কে বেশ পরিষ্কারভাবে জানতে পারছি৷

ইতিহাসের পাতায় যাকে আমরা ‘ক্রিমিয়া' নামে জানি, ডয়চে ভেলের ওয়েবসাইটের পাতায় তাকে ‘ক্রাইমিয়া' নামে দেখানে হচ্ছে কেন?

‘পর্যটকদের আকর্ষণ হিসেবে জার্মানির দ্বীপগুলি' শীর্ষক ছবিঘর পরিবেশনা থেকে জানতে পারলাম যে জার্মানিতেও এমন কয়েকটি জলবেষ্টিত ভূ-ভাগ আছে যা পর্যটকদের আকর্ষণ করে থাকে৷

অফিসের ব্যস্ততার কারণে নিয়মিত মেল লিখতে না পারলেও আমি কিন্তু ডয়চে ভেলের ওয়েবসাইটের পাতার দিকে নিয়ম করেই নজর রেখে চলেছি, আর এভাবেই আছি আপনাদের সাথে৷ – শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত থেকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন ডা. এস এম এ হান্নান পাবনা থেকে৷ তিনি লিখেছেন, নিয়মিত অন্বেষণ অনুষ্ঠান দেখছি৷ আমাদের শ্রোতা ক্লাবের বিভিন্ন পেশার শ্রোতারা ও ডয়চে ভেলের অনুষ্ঠান দেখে থাকি কুইজ, বিশ্বসংবাদ, ফেসবুক, ইন্টারনেট সহ বেশ কয়েকটি আয়োজন আমার প্রিয়৷ এছাড়াও কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে নিয়মিত অনুষ্ঠান, ওয়েবসাইট ফেসবুক ভিজিট করছি আর মতামত প্রদান করছি৷ ‘এপ্রিল ফুল' দিবস নিয়ে প্রতিবেদন চাই৷ বর্তমান প্রেক্ষপটে স্যাটেলাইট ইন্টারনেটের কড়াল গ্রাস আজকের যুব সমাজ ঈমান আকিদা রক্ষা করতে পারছেনা৷ ইসলামি শিক্ষার অভাব পর্দা হিজাব পালন না করা অভিভাবকের অসচেতনতা এসব মূল কারণ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন