1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা পদক বিতরণ করলেন শেখ হাসিনা

২৪ মার্চ ২০১১

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিকৃত ইতিহাস বিকৃত প্রজন্ম তৈরি করে৷ তাই সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ে তুলতে হবে৷

https://p.dw.com/p/10gpV
শেখ হাসিনাছবি: AP

গাউস খান, শংখরাজ জ্যোতিপাল মহাথেরো, ড. নীলিমা ইব্রাহিম, নতুন চন্দ্র সিংহ এবং একেএম শামসুজ্জোহাকে মরণোত্তর, এয়ার ভাইস মার্শাল একে খন্দকার এবং শিল্পী হাসেম খান এবং দুটি প্রতিষ্ঠান – ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশকে আজ স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতার আহ্বান জানান৷ তিনি বলেন, যতদিন সবাই স্বাধীনতার সুফল না পাবেন ততদিন স্বাধীনতা অর্থবহ হবেনা৷ প্রধানমন্ত্রী আরও বলেন, বিকৃত ইতিহাস অতীতে একটি বিকৃত প্রজন্ম তৈরি করেছে৷ বাংলাদেশকে এখন স্বাধীনতার চেতনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত একটি পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বে তুলে ধরতে হবে৷ তিনি বলেন, যে জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছে সেই জাতি পিছিয়ে থাকতে পারেনা৷ অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাধীনতা পদক গ্রহণের পর উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে বলেন, এই সম্মান ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে৷ উজ্জীবিত করবে দেশের নেতৃত্ব দিতে৷ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, বর্তমান সরকারের সময় পুলিশ তার গৌরবের ধারায় ফিরে আসছে৷

স্বাধীনতা পদক পাওয়া বরেণ্য ব্যক্তিরা জীবনের শেষ দিন পর্যন্ত দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন