1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার অসুস্থ

৯ অক্টোবর ২০১০

তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন৷ ৩ অক্টোবর অতিরিক্ত বমি হওয়ার কারণে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়৷

https://p.dw.com/p/PZwD
একাত্তরের মুক্তিসেনাদের উদ্বুদ্ধ করতো আব্দুল জব্বারের গান (ফাইল ফটো)ছবি: AP

আব্দুল জব্বারের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা এখন অধ্যাপক ড. এ কে এম খোরশেদ আলম ও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঞার তত্ত্বাবধানে আছেন৷ ইউরিন, রক্ত ও ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে তাঁর৷ ৬ অক্টোবর চিকিৎসকদের বোর্ড মিটিং হয়েছে৷ পরীক্ষা- নিরীক্ষার পরে আগামী রবিবার আবার বোর্ড মিটিং বসবে৷ তারপরেই চিকিৎসকরা এই শিল্পীর সমস্যা সম্পর্কে নিশ্চিত হবেন৷

এদিকে অসুস্থ এই শিল্পী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘১৯৭১ সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ধুঁকে ধুঁকে মরবে, এটা অপ্রত্যাশিত৷ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পী ধুঁকে ধুঁকে মরেছেন৷ যাঁরা জীবিত আছেন, অসুস্থতায় ভুগছেন৷ মাননীয় প্রধানমন্ত্রী যেন তাঁদের সম্মানজনক পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা দেন, সেই আবেদন জানাই৷'' একই সঙ্গে এই শিল্পী দেশবাসীর দোয়া চেয়েছেন৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত তাঁর গান দেশবাসীকে উদ্বুদ্ধ করে৷ এই গুণী শিল্পী ১৯৭৩ সালে বঙ্গবন্ধু পদক পান, ১৯৮০ সালে পান একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদক পান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম