1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বামীকে খুন করলে ‘সাত খুন মাফ’!

১৭ ফেব্রুয়ারি ২০১১

‘সাত খুন মাফ’ – বাংলায় এই কথাটি খুব পরিচিত হলেও এটি কিন্তু একটি বলিউড ছবির নাম৷ ছবির গল্পে এক মহিলা সাতবার বিয়ে করেন এবং সাতজন স্বামীকেই খুন করেন৷ মারাত্মক ব্যাপার, তাই না?

https://p.dw.com/p/10IIe
প্রিয়াঙ্কা চোপড়া(ফাইল ফটো)ছবি: AP

ঐ গল্পের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটা৷ পরিচালক বিশাল ভরদ্বাজ৷ গত এক দশক ধরে ভারতীয় এই চলচ্চিত্র পরিচালক বলিউডে তার নিজস্ব পছন্দের ভিন্ন ধারার ছবি তৈরীর জন্যে ব্যাপকভাবে পরিচিত৷ শেক্সপিয়ারের ‘ওথেলো' এবং ‘ম্যাকবেথ'-এর পরে এবার রোমাঞ্চকর থ্রিলার কাহিনী ‘সাত খুন মাফ' নিয়ে হাজির হয়েছেন৷ নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এর আগে একই ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন৷ এবার একই চরিত্রে অভিনয় করে সাতজন স্বামীকে খুন করে নতুন চমক দেখালেন তিনি৷

ছবির গল্পটি লিখেছেন রাসকিন বন্ড৷ শুক্রবারে ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে৷ ‘সাত খুন মাফ'এর প্রিমিয়ার শো কিন্তু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবে৷ গল্পের নায়িকার এইরকম একটা নেতিবাচক ভূমিকা নিয়ে ছবি তৈরির ইচ্ছা সম্পর্কে ৫০ বছর বয়স্ক ভরদ্বাজ রয়টার্সকে বলেন, ‘‘এটিকে একটি অস্বাভাবিক এবং আগ্রহ উদ্দীপক গল্প বলে মনে হয়েছে তার কাছে৷'' তিনি বলেন, ‘‘একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে, কেন একজন সাতবার বিয়ে করবে, আর কেনই বা সে তার সাত স্বামীকে হত্যা করবে৷ আর এই প্রশ্ন যখন আমার মনে এসেছে, ব্যাপারটি নিয়ে আমি নিজেই যখন এতো ঔৎসুক্য বোধ করছি, তখন তো যে কেউই করতে পারে৷''

দর্শকরা ছবিটির ব্যাপারে কতোটা আগ্রহ বোধ করেন এবার সেটাই দেখার বিষয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য