1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে বিক্ষোভ চলছে

২৭ জুলাই ২০১৯

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা৷ গত সপ্তাহে দেশটির নিউ টেরিটরিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার আবারো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা৷

https://p.dw.com/p/3Mp6y
Hongkong Protest in Yuen Long
ছবি: Reuters/E. Su

বিক্ষোভকারীরা এসময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে৷ বিক্ষোভ থামাতে পুলিশ আন্দোলনরতদের  উপর কাঁদুনে গ্যাস ও পিপার স্প্রে করেছে৷ জবাবে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে৷ তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ 

বিক্ষোভকারীদের উপর হামলা

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত রবিবার দেশটির নিউ টেরিটরির ইউয়েন লং স্টেশনের পাশে আন্দোলন করছিল একদল বিক্ষোভকারী৷ এ সময় মুখোশধারী একদল যুবক আনদোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায়৷ এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়, যারা পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে৷ এরপর থেকে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করছিল আন্দোলনকারীরা৷ তাদের দাবি, স্থানীয় ‘ভাড়াটে সন্ত্রাসীরা' তাদের উপর হামলা চালিয়েছে৷ এমনকি এ হামলার জন্য তারা পুলিশকে দায়ী করে৷ আন্দোলনকারীরা জানায়, হামলা থেকে বাঁচাতে পুলিশ সেসময় কোন ব্যবস্থা নেয়নি৷ তবে পুলিশ বলছে, এ ঘটনায় তারা বেশ কয়েকজনকে আটক করেছে৷

 

নিউ টেরটরি হলো হংকং এর একটি গ্রামীণ জনপদ যেখানে সরকার সমর্থকদের সরব উপস্থিতি আছে বলে ধারণা করা হয়৷

উল্লেখ্য, টানা আট সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে৷ একজন অপরাধীকে চীনে হস্তান্তর করার বিষয়ে প্রতিবাদ জানিয়ে গত মাসে বিক্ষোভের সূত্রপাত হয়৷

আরআর/এআই