1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকং-এর ফ্ল্যাটবাড়ির সুন্দর পরিবেশ

৬ অক্টোবর ২০১৭

স্টেফান জার্মানির, এলেইন হংকং-এর৷ আর আছে ওদের ছোট্ট মেয়ে গাব্রিয়েলা৷ সকলের বাস হংকং-এর একটি ফ্ল্যাটে৷

https://p.dw.com/p/2lJRl
হংকংয়ের এই ফ্ল্যাটের মালিক এই দম্পতিছবি: ZDF

হংকং, চীন৷ জনসংখ্যা: ৭২ লাখ ৪০ হাজার৷ শ্মিয়ারারাদের ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে হংকং-এর সুবিশাল ফেরিস হুইল বা নাগরদোলা; এতে শীতাতপ নিয়ন্ত্রণ ও ওয়াইফাই-এর ব্যবস্থা আছে৷

জার্মানি থেকে আসা আইনজীবী স্টেফান শ্মিয়ারার বলেছেন, ‘‘এখান থেকে দেখলে, এটা হংকং-এর সেরা দৃশ্যগুলির মধ্যে একটি, বলে আমি মনে করি৷ ওখানে আমাদের ছোট সৈকতটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা সপ্তাহান্তে গাব্রিয়েলাকে নিয়ে যাই৷ আরো দূরে বিমানবন্দর দেখা যাচ্ছে৷ নীচে ওখান দিয়ে ম্যাকাও থেকে জাহাজ চলাচল করছে৷’’

স্টেফানের স্ত্রী এলেইন বলছেন, ‘‘আসুন, আপনাদের দেখাই: এটা স্টেফান আর এটা আমি আর গাব্রিয়েলা, আর এটা হল চীনে ভাষায় লেখা স্টেফানের নাম৷’’ তারপর দেখাচ্ছেন ওদের বিভিন্ন যাত্রা থেকে আনা সব সুভেনির: ‘এটা বালি থেকে একটা টিকটিকি৷’ অথবা কোনো ঘর সাজানোর জিনিস যা কিন্তু আসলে একটি মাঙ্গলিক৷ মাঙ্গলিকটির উদ্দেশ্য হল বাড়ির সকলকে সমৃদ্ধি, সৌভাগ্য আর সুস্বাস্থ্য এনে দেওয়া৷

মানুয়েলা কাসপার-ক্ল্যারিজ/এসি

২০১৬ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...