1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া

৪ মার্চ ২০১০

ভারতে ১২ জাতি ‘এফআইএইচ হকি বিশ্বকাপ ২০১০’ এ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা৷ রাজধানী নতুন দিল্লির ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে৷

https://p.dw.com/p/MJuT
নতুন দিল্লির হকি বিশ্বকাপে গ্যালারিতে ভক্তদের একাংশছবি: UNI

অস্ট্রেলিয়া এর আগে শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে ৫-২ গোলে হারিয়েছে৷ দক্ষিণ আফ্রিকাকে হারাবে বলেও আশাবাদী দলটি৷ অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে ইংল্যান্ড এর কাছে ৩-২ গোলে হারলেও ভারতকে হারিয়ে প্রতিযোগিতায় ফিরে আসে৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এর আগের দুটি ম্যাচেই হেরেছে৷ তাই এই বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই জিততে হবে অস্ট্রেলীয়দের বিপক্ষে৷

২০০৮ সালের অলিম্পিক গেমসে শেষবার মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া৷ অপরদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা শেষ জয় পেয়েছিল ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমস-এ৷

ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত৷ দুইটি পুলে ভাগ হয়ে মোট ১২টি দেশ এই বিশ্বকাপে অংশ নিচ্ছে৷ ‘পুল-এ' তে রয়েছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, কোরিয়া, জার্মানি, ক্যানাডা এবং নিউজিল্যান্ড৷ আর ‘পুল-বি' তে খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্পেন, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং স্বাগতিক ভারত৷ ভারতের আয়োজনে এটা দ্বিতীয় হকি বিশ্বকাপ৷ প্রথম বিশ্বকাপটিও হয়েছিল ভারতের মুম্বইয়ে, ১৯৮২ সালে৷

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নতুন দিল্লির এবারের কাপ ঘরে আনতে পারলে তারাই হবে টানা তৃতীয়বার বিশ্বকাপ জেতা একমাত্র হকি দল৷

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক