1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হতাশ কোলন, পয়েন্টও নেই, নেই টাকা-পয়সাও

৬ ডিসেম্বর ২০১০

চলতি মৌসুমে এমনিতেই খুড়িয়ে চলছে কোলন৷ পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয়৷ তার ওপর রবিবার লেভারকুজেনের মাঠে গিয়ে ৩-২ গোলে পরাজয়ের সাথে খোয়ালো টাকা-পয়সা, মোবাইল ফোনসহ সবকিছুই৷

https://p.dw.com/p/QQJw
ফুটবল, খেলা, বুন্ডেসলিগা, জার্মানি, কোলন, ডর্টমুন্ড, চোর, football, soccer, bundesliga, germany, dortmund, cologne
গোল করার পর লেভারকুজেনের খেলোয়াড়রাছবি: dapd

লেভারকুজেনের মাঠে কোলনের ফুটবলাররা যখন স্বাগতিকদের সাথে লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেসময়ই চোর বেচারা হানা দিল অতিথিদের ড্রেসিং রুমে৷ নিয়ে গেল খেলোয়াড়দের টাকা-পয়সা, মানিব্যাগ, ব্যাংক কার্ড, মোবাইল ফোনসহ যতোসব গুরুত্বপূর্ণ সামগ্রী৷ জার্মান পত্রিকা ‘দি এক্সপ্রেস' তাদের ওয়েবসাইটে বলছে, অতিথিরা ড্রেসিং রুমে তালা মেরে না যাওয়াতেই সম্ভবত চোরের জন্য দিনটি মহাখুশির দিনে পরিণত হয়েছে৷ অন্যদিকে, মাঠে কোন পয়েন্ট নেই, আবার ঘরে ফিরে তহবিল শূন্য দেখে কোলনারদের একেবারে মাথায় হাত৷

FC Nuernberg - Borussia Dortmund
বোরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাছবি: dapd

যাহোক, নিজেদের মাঠে ভালই দাপট দেখালো বায়ার লেভারকুজেন৷ খেলার ২১ মিনিটে পাট্রিক হেলমেজের গোলে এগিয়ে যান স্বাগতিকরা৷ তবে ছয় মিনিট পরেই সমতা ফিরিয়ে আনে কোলন৷ জার্মান জাতীয় দলের খেলোয়াড় লুকাস পডোল্সকির তুলে দেওয়া বলের সদ্ব্যবহার করেন ব্রাজিলীয় তারকা পেড্রো জেরোমেল৷ অবশ্য বিরতির পর আরো দুই গোল করে নিজেদের জয় অনেকটা নিশ্চিত করে লেভারকুজেন৷ ৫৫ মিনিটে কোলনের নেটে বল জড়িয়ে দেন ট্রাঙ্কুইলো বার্নেটা৷ আর ছয় মিনিট পরেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন স্টেফান রাইনারৎস৷ কোলনও শোধ নিতে খুব একটা দেরি করেনি৷ চার মিনিট পরেই গোল পান মার্টিন লানিগ৷ কিন্তু এরপর আর কোন গোল মেলেনি৷ ফলে বেশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বেচারা কোলনারদের৷

এদিকে, চলতি মৌসুমে তালিকায় শীর্ষে থাকা বোরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে ন্যুরেমবার্গকে হারিয়ে নিজেদের ঝুলিকে করেছে আরো সমৃদ্ধ৷ জার্মান লিগে রেকর্ড করল টানা আটটি খেলার প্রত্যেকটিতে জিতে৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মাইন্সের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল তারা৷ ফলে হয়তো চলতি মৌসুমের শিরোপা পেতেও আর খুব একটা বেগ পেতে হবে না ডর্টমুন্ডকে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিশ্লেষকদের মাঝে৷ কারণ এর আগে ১৯৯৪-৯৫ এবং ১৯৯৫-৯৬ দুই মৌসুমেই শীতকালীন বিরতির আগে শীর্ষে ছিল ডর্টমুন্ড৷ আর শেষ পর্যন্ত দুই বারই বুন্ডেসলিগার শিরোপা ঘরে তুলেছিল তারা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম