1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল-অবরোধ আপাতত করবেনা বিএনপি

১৯ সেপ্টেম্বর ২০১০

বিএনপি সংসদে যাবে কি যাবেনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে মঙ্গলবার৷ শনিবার এ কথা বলেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার৷ কারণ সেদিন দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে৷

https://p.dw.com/p/PFpN
বিএনপির প্রধান কার্যালয়ছবি: Mustafiz Mamun

ইত্তেফাক বলছে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঠিক করতে ঐ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া৷ পত্রিকাটি বলছে, আপাতত হরতাল-অবরোধের মতো কঠোর কোন কর্মসূচির দিকে যাচ্ছে না দলটি৷ বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে এ তথ্য দিয়েছে ইত্তেফাক৷ এদিকে কালের কণ্ঠ বিএনপির এই নরম কর্মসূচির কারণ অনুসন্ধান করেছে৷ তারা বলছে ঢাকা নগর বিএনপির কমিটি না থাকা, জামায়াতে ইসলামীকে এ মুহূর্তে আন্দোলনে পাশে না পাওয়ার সম্ভাবনা এবং দলের বিভিন্ন পর্যায়ে কোন্দলের কারণে অনেক শীর্ষ নেতাই এখন কঠোর কর্মসূচি দেয়ার পক্ষে নন৷

ইব্রাহীম হত্যাকাণ্ড

আওয়ামী লীগ কর্মী ইব্রাহীমের হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে৷ সর্বশেষ এটা নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার৷ তাঁর বক্তব্য ছিল সাংসদ শাওন এই হত্যাকাণ্ডে জড়িত নন৷ তদন্ত চলাকালে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য স্বাভাবিকভাবেই সমালোচনার জন্ম দিয়েছে৷ শনিবার এই হত্যা মামলার তদন্তের ভার দেয়া হয়েছে সিআইডিকে৷ এতদিন যেটা করছিল গোয়েন্দা পুলিশ৷ দৈনিক প্রথম আলো বলছে, ডিএমপি কমিশনারের ঐ বক্তব্যের কারণেই মামলাটি সিআইডিতে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এদিকে সাংসদ শাওনকে নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ আর অস্বস্তির খবর দিয়েছে ইত্তেফাক৷ কারো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সরকার বা আওয়ামী লীগ নেবে না বলে মন্তব্য দলের শীর্ষস্থানীয় নেতাদের৷

অ্যানথ্রাক্স পরিস্থিতি

ইত্তেফাক বলছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রাণী সম্পদ বিভাগের লোকজন অসুস্থ গরুকে টাকার বিনিময়ে সুস্থ সার্টিফিকেট দিচ্ছেন৷ আর তার মাংস খেয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছে লোকজন৷ এদিকে সিরাজগঞ্জে আরও ২ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে৷ আর সখীপুর ও বকশীগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মৃত্যু হয়েছে৷ এদিকে কালের কণ্ঠ বলছে অ্যানথ্রাক্সের সুযোগে মুরগি ও ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা৷ গতকাল ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকায়, যেটা ঈদের এক সপ্তাহ আগেও ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই