1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হল্যান্ডের জয়ের নায়ক রবেন

২৯ জুন ২০১০

হল্যান্ড জিতেছে ২-১৷কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নিল ডাচরা৷ তবে, নেদারল্যান্ডস যত সহজে ম্যাচ জিতবে বলে ভাবা হয়েছিল,তত সহজে কিন্তু তারা পার পায়নি৷ জমাজমাট খেলা উপহার দিয়েছে স্লোভাকিয়া৷

https://p.dw.com/p/O5Kq
রবেনছবি: AP

দক্ষিণ আফ্রিকার ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ৷ বাজছিল বাঁশি, ভুভুজেলা আর ঢোল৷ দর্শকদের সমস্বরে হর্ষধ্বনির মধ্যে শুরু হওয়া খেলার প্রথমেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা৷ একের পর এক আক্রমণে ক্ষতবিক্ষত করে ফেলে স্লোভাকিয়ার ডিফেন্সকে৷ ম্যাচের ১৮ মিনিটের মাথায় এক লং পাস থেকে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন রবেন৷

একটা গোল হজম করে যেন বেশি শক্তিশালী হয়ে ওঠে স্লোভাকিয়া৷ মাঠে ঝড় ওঠে আক্রমণের৷ বলা হয় অনেক সময় ফুটবল দেবতা যদি সঙ্গে না থাকে, তাহলে ভালো খেলেও নাকি জিত আসে না৷ সেটাই হয়েছে৷ বেশ ভালো খেলেও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি স্লোভাকরা৷

প্রথমার্ধে যেখানে শেষ করেছিলো দ্বিতীয়ার্ধ ঠিক সেখান থেকে শুরু করে স্লোভাকিয়া৷ দ্বিতীয়ার্ধে সাপারা, জ্যাকবকু ও কোপোনেক বদলি হিসেবে নামার পর স্লোভাকিয়ার খেলার গতি আরও বেড়ে যায়৷ কিন্তু এই গতি কেন জানি থাকছিল না প্রতিপক্ষের ডিবক্সের কাছে৷ সেখানে গিয়েই স্লোভাকিয়ার খেলোয়াড়দের সব এলোমেলো হয়ে যাচ্ছিলো৷

Südafrika WM 2010 Fußball Niederlande gegen Slowakei NO FLASH
উৎফুল্ল স্নেইডারছবি: AP

তবে এর মধ্যেই এক প্রতি আক্রমণ করে বসে ডাচরা৷ খেলার ৮৪ মিনিটে নেদারল্যান্ডসের পক্ষে আর একটি গোল করে ব্যবধান বাড়ান স্নেইডার৷

অবশ্য শূণ্য গোলে কি করে মাঠ ছাড়ে স্লোভাকিয়ার খেলোয়াড়রা? তাই খেলার ৯৩ মিনিটে, অর্থাৎ ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন স্লোভাকিয়ার রবার্ট ভিটেক৷

২-১ গোলের এই জয় নেদারল্যান্ডসকে ৫ম দল হিসেবে নিয়ে গেছে কোয়ার্টার ফাইনালে৷ এবারের বিশ্বকাপে এটি ডাচদের টানা চতুর্থ জয়৷এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে তারা ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে৷ অন্যদিকে বিশ্বকাপে চমক দেখানো স্লোভাকিয়া এই পরাজয়ে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়