1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতি থেকে শিশু দত্তক নেবার কথা অস্বীকার করলেন জোলি

১৩ ফেব্রুয়ারি ২০১১

ভূমিকম্প বিধ্বস্ত হাইতি থেকে শিশু দত্তক নেবার কোনো পরিকল্পনা নেই অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলির৷ অভিনেত্রীর একজন মুখপাত্র এই কথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/10GU3
এ্যাঞ্জেলিনা জোলিছবি: AP

এ্যাঞ্জেলিনা জোলি তার ছয়টি সন্তান-সন্ততির সঙ্গে আরো একটি যোগ করতে যাচ্ছেন, ব্রিটিশ পত্র-পত্রিকাতে এইরকম একের পর এক প্রতিবেদনের পরে জোলির মুখপাত্র এই কথা জানালেন৷ এই হলিউড অভিনেত্রীর জনসেবামূলক প্রচেষ্টা বিষয়ক উপদেষ্টা অ্যাডাম ওয়াল্ডম্যান মার্কিন সংবাদ বিষয়ক ওয়েবসাইট দ্য ডেইলি বিস্টকে বলেছেন, শিশু কল্যাণ এবং নিরাপত্তা বিষয়ক একটি প্রকল্পের কাজের জন্যেই জোলি হাইতিতে ছিলেন৷ এমন কী চার বছরের এতিম কন্যা শিশু লিয়াহর সাথে জোলির দেখাও হয়নি বলে ডেইলি বিস্টকে জানিয়েছেন ওয়াল্ডম্যান৷ ব্রিটিশ এবং অন্যান্য সংবাদপত্রগুলো বলছিল লিয়াহকে দত্তক নেবার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷

অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে বলেন, ‘‘সপ্তাহের প্রথম দিকে দ্য ডেইলি মিরর ইউ.কে. এবং অন্যান্য পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট হাইতি থেকে একটি শিশু দত্তক নেবার প্রক্রিয়ায় রয়েছেন৷'' ওয়াল্ডম্যান বলেন, ‘‘এই গুজবের কোন সত্যতা নেই৷''

৩৫ বছর বয়সি জোলি এবং তার পার্টনার ব্রাড পিটের ছয়টি সন্তান রয়েছে৷ যাদের মধ্যে তিনজনকে দত্তক নেওয়া হয়েছে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম ও ইথিওপিয়া থেকে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক