1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গরের মুখ থেকে বেঁচে ফিরল ১৪ বছরের তন্বী

২ ফেব্রুয়ারি ২০১০

হাঙ্গর কামড়ে ধরেছিল তার কোমর৷ কিন্তু তারপরও বাঁচার প্রাণান্ত চেষ্টায় সে বেছে নিল সঙ্গে থাকা বডিবোর্ডটি৷ একের পর এক আঘাত করতে লাগলো হাঙ্গরের মাথায়৷ শেষমেষ প্রাণ বাঁচাতে হাঙ্গরটিই কিনা পালাল তাকে ছেড়ে!

https://p.dw.com/p/Lp75
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

বলছি ১৪ বছরের তন্বী লিডিয়া ওয়ার্ড এর কথা৷ নিউজিল্যান্ডের ওরেটি সমুদ্রতটে বডিবোর্ডারে চেপে সোমবার সন্ধ্যায় ভেসে বেড়াচ্ছিল সে৷ ঠিক তখনই এক হাঙ্গর কামড়ে ধরে লিডিয়ার কোমরের কাছে৷ সেই হিংস্র কামড় লিডার সাঁতারের পোশাক ভেদ করে বসে যাচ্ছিল চামড়ার উপরে৷

এমন হাঙ্গরের মুখে পড়ে চিৎকার চেঁচামেচি করাটাই স্বাভাবিক৷ লিডিয়া কিন্তু সে পথ মাড়ায়নি৷ বরং তার ভাষ্য মতো, বডি-বোর্ডিংয়ের সময় হঠাৎ দেড় মিটার লম্বা হাঙ্গরের উপর উঠে যায় সে৷ আর চকিতে হাঙ্গরটি ধনুকের মতো বেঁকে কামড়ে ধরে লিডিয়ার কোমরের কাছটায়৷

হাঙ্গরের কাছ থেকে ছাড়া পেয়ে লিডিয়া মুহুর্তের মধ্যে পানি ছেড়ে ছুটে যায় তীরে বসে থাকা বাবার কাছে৷ সঙ্গে ছিল তার ভাই৷ কিন্তু প্রথম চোটে তার বাবাও নাকি বিশ্বাস করেনি হাঙ্গরের কাছ থেকে বেঁচে ফেরার কথা৷ কিন্তু খানিকক্ষণের মধ্যে লিডিয়ার কাপড় রক্তে ভিজে যেতে দেখে বিশ্বাস হয় বাবার৷ রেডিও নিউজিল্যান্ডকে এভাবেই লিডিয়া জানিয়েছে তার জলযুদ্ধের কাহিনী৷

ঘটনার পর প্রচন্ড ভয় পেয়েছে লিডিয়া৷ কিন্তু তারপরও তার প্রাথমিক চিকিৎসা নাকি করা হয়েছিল বাড়িতেই৷ লিডিয়ার মা ফিয়োনা ওয়ার্ড জানিয়েছেন, দুটি জখম মারাত্মক হওয়ায় পরবর্তীতে সাউথল্যান্ড হাসপাতালে নেয়া হয়েছিল তাকে৷

প্রসঙ্গত, বডিবোর্ডিং হচ্ছে এক বিশেষ ধরণের জলক্রীড়া যা গত কয়েক দশকে বেশ জনপ্রিয়তা পেয়েছে৷ এজন্য প্রয়োজনীয় বডিবোর্ডটি তৈরি করা হয় বিশেষ ধরণের প্লাস্টিক আর হাইড্রোডাইন্যামিক ফোম ব্যবহার করে৷ আর সেই বোর্ডের উপর উপুড় হয়ে শুয়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে বেড়ানোটা এক রোমাঞ্চকর অনুভূতি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী