1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতির ‘ধূমপান’ দেখে অবাক সবাই

৩০ মার্চ ২০১৮

ভারতের কর্ণাটক রাজ্যের জঙ্গলে এক বুনো হাতির ‘ধূমপান’ করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে৷ বছর দুয়েক আগে ধারণ করা ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/2vEEA
ছবি: Fotolia/cathames

‘ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি’ ডাব্লিউসিএস-এর ভারত শাখায় কর্মরত বিজ্ঞানী বিনয় কুমার ২০১৬ সালে কর্ণাটকের নগরহোল বনেঅভাবনীয় এই দৃশ্যের ভিডিও ধারণ করেন৷ এতে দেখা যাচ্ছে, একটি মহিলা হাতি মাটিতে পড়ে থাকা কাঠ-কয়লা গলায় ঢুকিয়ে একটু পর ছাই হিসেবে তা বের করে দিচ্ছে, যা দেখতে ধোঁয়ার মতো দেখাচ্ছে৷

অদ্ভুত এই ঘটনার তাৎপর্য বুঝতে পেরে এতদিন পর ভিডিও প্রকাশ করা হয়েছে৷

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ভিডিওটি শেয়ার করেছে৷

বিনয় কুমার জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বলেন, একটি হাতির এমন অদ্ভুত আচরণে বিজ্ঞানী মহল বিস্মিত৷ ঘটনাটি কী ঘটেছে, কেন ঘটেছে, সে ব্যাপারে কেউ নিশ্চিত নয় বলেও জানান তিনি৷

তবে ডাব্লিউসিএস-এর বিজ্ঞানী বরুণ গোস্বামী ধারণা করছেন, চিকিৎসাগত কারণে হয়ত হাতিটি ঐভাবে কাঠ-কয়লা মুখে ঢুকিয়েছিল৷ কারণ, কাঠ-কয়লায় এমন উপাদান থাকে, যা দিয়ে বিষাক্ত পদার্থ দূর করা যায়৷ কাঠ-কয়লার এমন গুণের কারণে এর আগে তাঞ্জানিয়ার জানজিবারের বানরদের এভাবে কাঠ-কয়লার সাহায্য নিতে দেখা গেছে৷

এছাড়া অনেকে ধারণা করছেন, হাতিটি হয়ত দাঁতের ব্যথা কমাতে এই কাজ করেছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ)