1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতিকুল ও তাবিথের পাল্টাপাল্টি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২২ জানুয়ারি ২০২০

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম৷ তার কথার জবাব দিয়েছেন তাবিথ আউয়াল৷

https://p.dw.com/p/3WeVd
Bangladesh Tabith Awal BNP
ছবি: bdnews24.com

তাবিথ অভিযোগ করেছেন আতিকুলের লোকজনই মঙ্গলবারের  হামলায় জড়িত ছিল৷ জবাবে আতিকুল তার এই মন্তব্যকে ছেলেখেলা হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, তাবিথের পরিবার দুর্নীতিগ্রস্ত৷ প্যারাডাইস পেপার্সে তাদের নাম এসেছে৷ এর জবাবে তাবিথ বলেন, মশার ওষুধ নিয়ে আতিকুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে৷

পরিবার থেকে গুন্ডামি শেখায়নি: আতিকুল ইসলাম

হামলা নিয়ে তাবিথ আউয়ালের অভিযোগের জবাবে আতিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটি একটি গুরত্বপূর্ণ নির্বাচন৷ সে (তাবিথ) কিন্তু কয়েকবারই বলেছে এটা আমি করাচ্ছি বা আমি এর নেপথ্যে আছি৷ আমি তাকে বলতে চাই, আমার বাবা ছিলেন একজন রিটায়ার্ড এসপি৷ আমার বড় ভাই ১৯৫৮ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন৷ আমার মেজ ভাই বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন৷ আমার আরেক ভাই ছিলেন লে. জেনারেল মাঈনুল ইসলাম৷ আমাদের পরিবারে সবাই কিন্তু যার যার ক্ষেত্রে কাজ করেছেন এবং স্বীকৃতিও পেয়েছেন৷ আমি বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট৷ আমাদের রাজধানীকে বিভাবে আরো উন্নত করা যায় সেই ব্যাপারে আমি তাকে আরো মনোযোগ দেয়ার পরামর্শ দেব৷ তার যদি প্রয়োজন হয় তাহলে এই বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করতে পারে৷

সে যদি এসব বলতে থাকে তাহলে এটাকে আমি তার ছেলেখেলা বলে আমি মনে করি৷ আরো গুরুত্ব দিয়ে তার কাজ করা উচিত বলে আমার মনে হয়৷ এখানে ৩০-৩২ লাখ ভোটার৷ সিটি কর্পোরেশনে এক থেকে দেড় কোটি লোক বাস করে৷ তাই এই সিটি কর্পোরেশন নির্বাচন ছেলেখেলা নয়৷ এটা অনেক গুরুত্বপুর্ণ ব্যাপার৷''

আতিকুল ইসলাম

আতিকুল আরো বলেন, ‘‘উনি (তাবিথ) কেন বলছেন সেটা উনিই বলতে পারবেন৷ উনি বলছেন আমি এর পেছনে আছি , নেপথ্যে আছি৷ আমি এজন্যই আমার ফ্যামিলির পরিচয় দিলাম৷ আমার ফ্যামিলিতে একজন চিফ জাস্টিস হবেন৷ উনি কোনোদিন গুন্ডামি করবেন না৷ লে. জেনারেল মাঈনুল ইসলাম উনি বিডিআরকে রিফর্ম করলেন৷ উনি কোনোদিন গুন্ডামি করবেন না৷ আমি যে পরিবার থেকে এসেছি আমার বাবা-মা কোনোদিন শেখায়নি আমাদের গুন্ডামি৷ এগুলো আমাদের মাথার মধ্যে নাই৷ আমাদের চিন্তায় নাই৷ এগুলোকে আমরা ধারণ করি না, ধারণ করতেও চাই না৷''

গণজোয়ার দেথে আতিকুল মানসিক অশান্তিতে আছেন তাবিথের এই বক্তব্যের জবাবে আতিকুল বলেন,‘‘আমিতো বলি উনি আমাদের গণজোয়ার দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন৷ তাই তিনি এসব কথা বলছেন৷ এগুলো অনেক কথা বলা যায়৷ এগুলো না বলে উনি মানসিকভাবে কি কি করতে চাচ্ছেন নগরবাসীর জন্য, সেগুলো শুনলে নগরবাসী খুশি হবেন৷ বরং উনি বলুক দুর্নীতির বিরুদ্ধে উনি কী করবেন৷ ওনার পরিবারের মধ্যেইতো দুর্নীতিগ্রস্ত৷ প্যারাডাইস পোপার্সে অনেক কিছুই আছে৷ আমি এগুলো কিছুই বলতে চাই না৷ আমি শুধু বলতে চাই আসুন৷ আমরা দু'জন মিলে ইলেকশন করি৷ কাদা ছোড়াছুড়ি না করে বরং সুন্দর মডেলে একটি ইলেকশন হোক আমাদের জন্য৷''

তাবিথ আউয়াল

আতিকুল বলেন, গাবতলীর ঘটনা বিএনপি ইসিকে বলতে পারে৷ ‘‘এটা ইসি দেখুক৷ তদন্ত করে বের করুক৷ আমি গতকালই বলেছি এটা ওনাদের অভ্যন্তরীন কোন্দলের জন্য হতে পারে এবং যারা দোষী তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি৷''

আমি আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি: তাবিথ আউয়াল

মঙ্গলবারের হামলার বর্ণনা দিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘‘আমার মাথায় এবং বুকে বারবার আঘাত করার চেষ্টা করা হয়েছে৷ হামলাটি ছিলো পুরোপুরি পরিকল্পিত৷ প্রথমবার হামলার পর আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তখন আবার হামলার জন্য আসে৷ দুই দুইবার হামলার জন্য আসে না প্ল্যানিং ছাড়া৷ দায়িত্বশীল ব্যক্তির উচিত দায়িত্বশীল কথা বলা৷ যেভাবেই হোক আমি আঘাত পেয়েছি৷ আমিতো ওনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ৷ অতটুকু হিউম্যানিটি থাকা উচিত৷ এইসব বিষয়কে দল, মত ও রাজনীতির উপরে রাখা উচিত৷ উনি প্রথমবার হয়তো ইলেকশন করছেন, এটা আমি বুঝি৷ ওনার হয়তো ইম্যাচুউরিটি আছে৷ ওনার মন্তব্যকে আমি কোনোভাবেই দেখছি না৷ আশা করছি আগামীতে উনি ওনার দলকে রিকোয়েস্ট করবেন যাতে এই ধরনের আচরণ থেকে বিরত থাকে৷ ওনার পক্ষে যদি গণজোয়ার এসে থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন৷''

তিনি বলেন, ‘‘ওনাদের ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন আমার অনেক কাছে৷ ওনার উপস্থিতি ওখানে কেন? যদি ইন্টারনাল কিছু হয় উনি কি ওখানে এসে তাকিয়ে দেখবে, না আমি ওনার সামনে ইন্টারনাল ঝগড়া করব? ওনার উপস্থিতিই হলো মেইন ইস্যু৷ সে ফিজিক্যালি (শারীরিকভাবে) আমাকে হার্ম করেছে৷ এখন আমি আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি৷ আশা করি আইনগভাবে একটা জাস্টিস (বিচার) পাব৷

তাবিথ আউয়াল জানান, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন৷ তারা ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করবেন৷ ‘‘আমি পুলিশের কাছেও আমার ক্রিমিন্যাল মামলা করতে গিয়েছিলাম গতকাল৷ কিন্তু দারুস সালাম থানার ওসি তোফায়েল বলেছেন উচ্চ মহল থেকে প্রভাবের কারণে তিনি অভিযোগ নেননি৷ আমি আবারো অভিযোগ করার চেষ্টা করবো৷''

তিনি দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘একটা ইলেকশন করতে গেলে অনেকরকম অপপ্রচার হয়৷ এটা কোনো সমস্যা নয়৷ আমার বিরুদ্ধে এরকম অনেক কিছু দুদক বা সংশ্লিষ্টরা তদন্ত করছে৷ ওনাকে প্রশ্ন করা উচিত মেয়র অবস্থায় ওনার বিরুদ্ধে মশার ওষুধের দুর্নীতির অভিযোগ এসেছে৷ এবং দুদক তা খতিয়ে দেখছে৷ এরকম কালো দাগ নিয়ে তিনি অন্যের ব্যাপারে কিভাবে কথা বলতে পারেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য