1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারলেও মনোবল তুঙ্গে, বিশ্বকাপের সেরা রান

২০ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হারলেও ব্যাটিং ছিল দেখার মত৷ তাই ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে ২৮৩ রান সংগ্রহ করা সম্ভব হয়েছে৷ যেটা বিশ্বকাপেই বাংলাদেশের সেরা সংগ্রহ৷ কিন্তু তারপরও জেতা হলো না৷

https://p.dw.com/p/10Kd7
বাংলাদেশের এক সমর্থকছবি: picture-alliance/dpa

অথচ গত বিশ্বকাপে ২৫১ রান, যেটা এর আগে বিশ্বকাপে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ছিল, করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ৷

মূলত বোলিং-এ খারাপ করার কারণেই হারতে হয়েছে স্বাগতিকদের৷ শেহবাগ, কোহলিরা যখন বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন তখন অনেকেই মাশরাফির কথা মনে করছিলেন৷ কারণ এর আগে বাংলাদেশ যে দুইবার ভারতের বিপক্ষে জয় পেয়েছিল তাতে মাশরাফির অনেক অবদান ছিল৷ এছাড়া তাঁর অনুপস্থিতিতে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসমৃদ্ধ বোলার নিয়ে খেলতে নামতে হয়েছিল বাংলাদেশকে৷ ফলে এতবড় আসরে নেমে তাঁরা যে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন সেটা বোঝা যাচ্ছিল বারবার৷ সাকিবও সেটা স্বীকার করেছেন৷

এছাড়া অনেকে টসে জিতে সাকিবের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল না বলেও বলছেন৷ কয়েকজন সাবেক ক্রিকেটারও রয়েছেন এই দলে৷ তাঁরা বলছেন, দুই দল সমানে সমান হলে পরে ফিল্ডিং করাটা মানায়৷ কিন্তু সাকিব মনে করছেন তাঁর সিদ্ধান্তটাই ঠিক ছিল৷ কোচের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছেন ম্যাচ শেষে৷

আজকের খেলা

আজ দুটি খেলা হবে৷ একটি শ্রীলঙ্কা ও ক্যানাডার মধ্যে৷ যে ক্যানাডাকে ২০০৩ সালের বিশ্বকাপে ৩৬ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা৷ বিশ্বকাপে যেটা এখনো দলীয় সর্বনিম্ন স্কোর৷ আরেকটি খেলা নিউজিল্যান্ড ও কেনিয়ার মধ্যে৷ ২০০৭ সালে কেনিয়াকে ১৪৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য