1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতালে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম

২৮ সেপ্টেম্বর ২০২১

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যম৷

https://p.dw.com/p/40xaB
ইনজামাম-উল-হক (ফাইল ছবি)ছবি: Getty Images/AFP/J. Samad

তিন দিন ধরেই নাকি বুকে অস্বস্তি বোধ করছিলেন ইনজামাম৷ পরে চিকিৎসকেরা ৫১ বছর বয়সি সাবেক ক্রিকেটারের হার্ট অ্যাটাক হয়েছে জানালে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে  পাকিস্তানি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান৷

একজন সহকারী জানিয়েছেন, আপাতত ইনজামামের অবস্থা স্থিতিশীল৷ তবে তাকে আরও কয়েক দিন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখবেন৷

ইনজামামকে পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা বলা হয়৷ ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি৷ পরবর্তীকালে পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন হন তিনি৷ অধিনায়ক হিসেবে তিনি দারুণ সফল৷

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ইনজামামের ৩৭৫ ম্যাচে ১১ হাজার ৭০১ রান৷ টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক৷
ইনজামাম অবসরের পরও পাকিস্তান ক্রিকেটের সঙ্গে নানাভাবেই নিজেকে জড়িয়েছেন৷  জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন, হয়েছেন প্রধান নির্বাচক৷ কিছুদিন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য