1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রির ক্ষোভ

পায়েল সামন্ত কলকাতা
৭ ফেব্রুয়ারি ২০১৮

বিনা চিকিৎসায় স্বামী সাধন মিস্ত্রির মারা যাওয়ার যন্ত্রণা থেকে যে সংগ্রাম শুরু হয়েছিল, তার পূর্ণতা এক হাসপাতাল তৈরিতে৷ কলকাতার হাঁসপুকুরের হিউম্যানিটি হাসপাতালের রূপকার পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রির মুখোমুখি ডয়চে ভেলে৷

https://p.dw.com/p/2sEhM
Subasini Mistry
ছবি: DW/P.Samanta

বিভিন্ন স্থানে সম্মাননা বা পুরস্কার নেওয়া এখন তাঁর রোজকার রুটিনে পড়ে৷ সেখানে সহজভাবে বলেও দেন, ‘‘আমি গাড়ির নাম্বার জানি নে, ঘড়ি দেখতেও জানি নে, এমনকি ক-খ-ও জানি নে৷'' আপাত নিরীহ, শান্ত মানুষটির চোখে দুরন্ত স্বপ্ন৷ তাই বয়সের ভার তাঁকে টলাতে পারেনি৷ সুবাসিনীর (সুহাসিনী বা সুভাষিণী নয়) জীবন যেন রূপকথা কিংবা রুপোলি পর্দার গল্প৷ 

আঁচল পেতে ভিক্ষে করে, মাটি কেটে, সবজি বিক্রি করে পয়সা জমিয়ে তিনি আজ একটা আস্ত হাসপাতালের নির্মাতা৷ কত কষ্টে সংসার টেনেছেন৷ সুবাসিনীর ভাষায়, ‘‘ছেলে-মেয়েদের খেতে দিতে পারিনি৷ ছোট ছেলে বাড়িতে বাড়িতে ভৃত্যের কাজ করেছে৷ ছোট মেয়ের একটাই জামা ছিল৷ সেটা কেচে গায়েই শুকোতে হতো৷ অনাথ আশ্রমে দিয়ে দিয়েছি ওদের৷''

আজও সেই অতীত তাড়া করে বেড়ায় তাঁকে৷ ছোটবেলায় অপুষ্টিতে ভোগা বড় ছেলে মারা গেছেন এক বছর আগে৷ এত  প্রতিকূলতার মধ্যেও লড়াই করেছেন৷ এই লড়াই নিয়ে তাঁর স্বপ্নের নামই হিউম্যানিটি হাসপাতাল৷ সেই হাসপাতালে প্রতিদিন নিয়ম করে তাঁর হাজিরা দেওয়া চাই-ই৷ সকাল শুরু হতে না হতেই হাসপাতালে চলে আসেন৷ দিনভর ডুবে থাকেন কাজে৷

সুবাসিনী

নিছকই কি একটা হাসপাতাল, এটা যেন তাঁরই পরিবার৷ নিজেই রোগীদের পথ্য জোটাতে বাজারের থলে হাতে বেরিয়ে পড়েন৷ অসুস্থ শুগারের রোগীটি কী খাবেন, সেটাও ভেবেচিন্তে কিনে আনেন৷ কিংবা ব্যথায় কাতর অসুস্থ রোগীর মাথায় হাত বুলিয়ে তাঁকে শুশ্রূষা করাটাই তাঁর কাজের তালিকায় পড়ে৷ এহেন সুবাসিনীর কাজে যে উদ্যম, তাঁর কথাতেও সে উদ্যম পাওয়া গেল৷ ডয়চে ভেলেকে শোনালেন হাসপাতাল তৈরির নেপথ্যের গল্প৷ ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কে ভি রঘুনাথ রেড্ডি পাঁচ শয্যার ও হাজার বর্গফুটের যে হাসপাতালের উদ্বোধন করেছিলেন, তার অতীতটা কিন্তু অন্যরকম৷

সুবাসিনী সবজি বিক্রি করতেন, একটি জমিতে চাষও করতেন৷ সেই চাষের জমিটা মালিক বিক্রি করে দেবেন শুনে এক লাখ টাকা দিয়ে কিনে নেন৷ নিজের তিল তিল করে জমানো টাকা ছিল৷ ছেলে অজয় দিয়েছিলেন তাঁর টিউশনির রোজগার৷ এই সম্বল নিয়ে ১৯৯৩ সালে অন্যের দান করা টালি, বাঁশ, দরমা দিয়ে একচালার অস্থায়ী ছাউনিতে গড়ে উঠল চিকিৎসা কেন্দ্র৷ দরমার সেই ঘরের ভেতরে চলত স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ৷ বারান্দায় চলত বাকি বিভাগগুলো৷ তখন চোখ, ত্বক, মেডিসিন-সহ ছয়টি বিভাগে পরিষেবা দেওয়া হত এটুকু পরিকাঠামো নিয়ে৷ আজ সেই হাসপাতালে চলছে ১৮টি বিভাগ৷ সুবাসিনী বললেন, ২ টাকা থেকে ১০ টাকা এখন ৫০ টাকা হয়েছে টিকিটের দাম৷ তবুও কলকাতার অনেক হাসপাতাসের থেকে কম খরচে চিকিৎসা দেওয়া হয়৷

সুবাসিনীর স্বপ্ন ডানা মেলে উড়তে শুরু করেছে ২০১৪ থেকে৷ ২০০৯ সালের আয়লা বিধ্বস্ত সুন্দরবনের বাসিন্দা চিরঞ্জীব মণ্ডল এবং করুণা মণ্ডল হিউম্যানিটি হাসপাতালকে জমি দান করেন৷ সেখানেই গড়ে ওঠে হাঁসপুকুর হিউম্যানিটি হাসপাতালের দ্বিতীয় শাখাটি৷ কথা হচ্ছিল সুবাসিনী মিস্ত্রির মেজ ছেলে, চিকিৎসক অজয় মিস্ত্রির সঙ্গে৷ কৃতী মায়ের সন্তান বা তাঁর পরিবারও কিছু কম যায় না৷ হিউম্যানিটি হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগ ও প্রশাসনিক দয়িত্বে থাকা অজয় মিস্ত্রি লড়াকু মায়ের ছেলে৷ পয়সার অভাবে চাঁদা তুলে বই কিনে পড়ে তিনি ডাক্তার হয়েছেন৷ মায়ের স্বপ্ন রূপায়ণে তিনি ৫-৬ হাজার ইঁট ভেঙেছেন, মশলা মাখিয়েছেন, দুরমুশ করছেন, মাটি কেটেছেন৷ ৪৫ শয্যার আজকের হাসপাতালকে রূপ দিতে এমন ঘরামির কাজের পাশাপাশি তিনি রোগীও দেখেছেন৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, ‘‘পুরো হাসপাতাল চালাতে এখন মাসে ১৮ লাখ টাকা লাগবে৷ এখনও হাসপাতালে নিরাপত্তারক্ষী নেই, সব বিভাগে নেই যথেষ্ট ডাক্তারও৷ প্রতি ঘণ্টায় ৪০০ টাকা দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ বিভাগে আরএমও ডাক্তার রাখারও সামর্থ্য নেই হিউম্যানিটি হাসপাতালের৷ তারওপর আর্থিক সাহায্য নেই সরকারি তরফ থেকেও, নেই কোনো ব্যক্তিগত উদ্যোগ৷''

হিউম্যানিটি হাসপাতাল
এই সেই হিউম্যানিটি হাসপাতাল...ছবি: DW/P.Samanta

 শুধু সুবাসিনী বা অজয় নন, এই লড়াইয়ের অনেক সৈনিক৷ খোকন মিস্ত্রি, রবীন মণ্ডল, অরুণ দেবনাথরা হাসপাতালে স্বেচ্ছাশ্রম দেন৷ হিউম্যানিটিতে রোগীদের পরিশ্রুত জল পানের দায়িত্ব নিয়েছেন অরুণ৷ তাঁরই চেষ্টায় বসেছে ১২টি উন্নত প্রযুক্তির জল শোধনের৷ এর খরচ তিনি নিজেই জুগিয়েছেন৷ অরুণ ডয়চে ভেলেকে বলেন, ‘‘মাকে দেখে উৎসাহিত হয়েছি৷ বিভিন্ন কাজে হিউম্যানিটির পাশে থাকার চেষ্টা করি৷ তবে আরও ডাক্তার দরকার৷ অনেক মানুষকে পরিষেবা দিতে যন্ত্র নয়, ডাক্তার দরকার৷''

পদ্মশ্রীর সম্মান সর্বোচ্চ বটে, তবে প্রথম নয়৷ অনেক সম্মাননা পেয়েছেন সুবাসিনী৷ স্বামীর মৃত্যুর পর চার আনা, দু'আনা জমিয়ে, কোলে এক বছরের শিশুকে নিয়ে তাঁর লড়াই এখন পদ্মশ্রীর সুবাদে সংবাদমাধ্যমে জায়গা করে নিচ্ছে৷ মঞ্চ ভরে উঠছে প্রশংসায়৷ কিন্তু হাসপাতালকে আরও বড় করে তোলার মতো সাহায্য পাচ্ছেন কোথায়! সরকারি স্তরেও সাহায্য পাননি সত্তরোর্ধ্ব প্রবীণা৷ ক্ষোভ গোপন না করেই ডয়চে ভেলেকে বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দু-তিনবার আমি গেছি সাহায্যের আর্জি জানাতে৷ নিজে হাতে ওঁকে কাগজপত্র দিয়ে এসেছি৷ আমাকে অনুষ্ঠানে ডেকে ফুলদানি আর চাদর দিয়েছে শুধু৷ কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাইনি৷''

পদ্মশ্রী প্রাপ্তির পর অবস্থার পরিবর্তন হবে, আশায় রয়েছেন সুবাসিনী৷ সব মঞ্চে গিয়ে তিনি একই অনুরোধ রাখছেন, হাসপাতালের উন্নতিতে সকলে এগিয়ে আসুন৷ প্রতি বছর আমাদের রাজ্যে যাঁরা ডাক্তারি পাশ করছেন, তাঁরা কি শুনতে পাচ্ছেন সুবাসিনীর এই আহ্বান?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান