‘হায় রে মানুষ! হায় রে মানবতা! কোথায় আজ মনুষ্যত্ব?' | পাঠক ভাবনা | DW | 16.11.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘হায় রে মানুষ! হায় রে মানবতা! কোথায় আজ মনুষ্যত্ব?'

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, হামলায় নিহতরা জঙ্গি৷ মানবাধিকার সংগঠনগুলো বলছে, মূলত বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ মনুষ্যত্ব বা মানবতা না থাকার কারণেই এ ধরণের হত্যাকাণ্ড ঘটছে বলে পাঠকরা মনে করছেন৷ 

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক নয়ন স্যাম লিখেছেন, ‘‘বার্মার বৌদ্ধ সন্রাসীরা একে একে মুসলমানদের শেষ করে দিচ্ছে অথচ মুসলিম বিশ্ব নির্বিকার!'' নয়নের সাথে একমত পাঠক আমিনুল ইসলাম শুভ ও আশরাফুল ইসলাম৷

তবে পাঠক বশির খান মনে করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের এমনটা হলে দেশের সুশীল সমাজ এগিয়ে আসতো৷ আর এ ধরণের হত্যাকান্ড সম্পর্কে দেওয়ান কিবরিয়া লিখেছেন,  ‘‘হায়রে মানবতা! হায়রে মানুষ! কোথায় আজ মনুষ্যত্ব?''

তানভির শুধু দুঃখ করে লিখেছেন, ‘‘এ সব ব্যাপারে আজকাল আর কারও চেতনা জাগ্রত হয় না৷''

আর ডয়চে ভেলের পাঠক বাবুল হাসানের ধারণা, এত দিন ধরে হত্যাযজ্ঞ চলছে, কোনো মিডিয়াই নাকি খবরগুলো সেভাবে প্রচার করছে না৷

পাঠক নজরুল ইসলাম ‘‘আল্লাহ নির্যাতিত এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা করুন!'' এই বলে শুধু প্রার্থনা করছেন৷

শেষমেশ মোবারক হোসেনের সুমনের শুধু প্রশ্ন,  ‘‘এভাবে মানুষ হত্যা করা হচ্ছে,  এতে কি কোন মানবধিকার লঙ্ঘন হচ্ছে না ?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী 

নির্বাচিত প্রতিবেদন